জুন ২২, ২০১৮
১০০ দিনের কাজ থেকে পর্যটন, পুরস্কৃত পুরুলিয়া

জীবন জীবিকায় ভালো কাজের সুবাদে পুরস্কার পাচ্ছে পুরুলিয়া জেলা। ৫২তম সামিটে দিল্লীর স্কচ ফাউন্ডেশনের কাছ থেকে এই পুরস্কার পাচ্ছে পুরুলিয়া জেলা প্রশাসন। ২০১৮ সালের পুরস্কার গত ২১শে জুন পুরুলিয়ার জেলাশাসকের হাতে তুলে দেন দিল্লীর স্কচ অ্যাওয়ার্ড গভর্ন্যান্স।
সাধারণ ভাবে প্রতিটি রাজ্য সরকার তাদের ভালো কাজের নানা তথ্য ছবি দিয়ে জানায়। তারপর স্কচ নানা মাপকাঠি দিয়ে সেরা কাজকে বেছে নেয়। সারা দেশ থেকে তাদের কাছে বিভিন্ন কাজ জমা পড়েছিল। প্রায় তিন হাজার কাজ বেছে নয় স্কচ। তারপর কাজের নিরিখে সারা দেশ জুড়ে পপুলার ভোটিং হয়। ওই সংস্থার কাছে টুইটারের মাধ্যমে ভোট দেন এক্সপার্টরা। বিভিন্ন রাজ্য থেকে ৫০টি কাজ বেছে নেয় এই সংস্থা। তাঁর মধ্যে সেরা হয়েছে পুরুলিয়ার দুটি কাজ।
জেলা প্রশাসন থেকে জানা গেছে, এই জেলায় একশো দিনের কাজের সঙ্গে সঙ্গে জন জীবিকার কাজ চালিয়ে গেছেন। বিশেষ করে নজর দেওয়া হয়েছিল সামাজিক বনসৃজন, প্রাণী পালন, জল বিভাজিকা তাছাড়াও তৈরী করা হয়েছে বিভিন্ন ফলের বাগান। এই কাজকে তাড়াতাড়ি করার জন্য একাধিকবার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করে জেলাশাসক। তবে তানা চার বছর ধরে গোটা জেলা জুড়ে যেভাবে পর্যটনের জন্য কাজ চলেছে, এই সাফল্যের কারন হিসাবে সেতাকেই দেখছেন জেলা প্রশাসনের অনেক আধিকারিক।
রাজ্যে পালাবদলের পর পুরুলিয়া পর্যটককে বিশেষ গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে একাধিক আবাস গড়ে এই জেলা পর্যটনকে ঢেলে সাজানো হয়েছে। পাশাপাশি সাইটসিটিং ও রাস্তাঘাটগুলিকে ভালো করে সাজিয়ে তোলা হয়েছে। তাছাড়াও বেশ কিছু সাইটসিটিংকে পুরনাঙ্গ রুপ দিয়ে পর্যটন কেন্দ্র হিসেবে তুলে ধরা হয়েছে। এছাড়া প্রতি বছর এই জেলায় যেভাবে পর্যটক ভিড় করেন, তাতেই বোঝা যায় এই পুরস্কার অন্যতম সহায়ক।