সাম্প্রতিক খবর

জুন ১৬, ২০১৮

হাওড়ার ডুমুরজোলায় তৈরী হতে চলেছে খেল নগরী

হাওড়ার ডুমুরজোলায় তৈরী হতে চলেছে খেল নগরী

রাজ্যের খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে হাওড়া জেলার ডুমুরজোলায় তৈরী হতে চলেছে মাল্টি-স্পোর্টস খেল নগরী। একটি অত্যাধুনিক ক্রিকেট মাঠও তৈরী করা হবে এই খেল নগরীতে।

ইতিমধ্যেই এই বিষয়ে একটি সমীক্ষা করা হয়েছে। এই খেল নগরী তৈরীর পরিকল্পনাও প্রায় শেষ পর্যায়ে।

সবরকম খেলার সকল সুবিধা এখানে এক ছাতার তলায় পাওয়া যাবে। এই খেল নগরীতে ক্রিকেট, ফুটবল, সাঁতার ও অন্যান্য ক্রীড়ার উন্নত পরিকাঠামো থাকবে। থাকবে ইন্ডোর এবং আউটডোর গেম্সের সুবিধাও।

আশা করা যায় যে এই খেল নগরী তৈরী হলে বাইরে থেকে ক্রীড়াবিদরাও এখানে আসবেন। সেই কথা মাথায় রেখে, তাদের থাকার জন্য একটি হোটেল তৈরীর পরিকল্পনাও করা হচ্ছে।