জুন ১, ২০১৮
জেলায় জেলায় তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের

পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ ও বিক্ষোভ দেখালো তৃণমূল।
তৃণমূল যুব কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথে নেমেছিলেন গত ২৫শে মে। এরপর গান্ধীমূর্তির পাদদেশে তিনি অবস্থান বিক্ষোভ করেন গত ২৮শে মে। সেদিনই তিনি দলের কর্মীদের নির্দেশ দিয়েছিলেন ৩১শে মে জেলায় জেলায় প্রতিবাদ করতে।
অভিষেক ব্যানার্জীর নির্দেশ মত গতকাল রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ করেন দলের কর্মীরা। অংশ নেন সাধারণ মানুষও। অবিলম্বে কেন্দ্রের হস্তক্ষেপে তেলের দাম কমানোর দাবি জানান তারা।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই প্রথম তেলের মূল্যবৃদ্ধি নিয়ে সরব হন। জ্বালানির দাম বাড়ার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, এবং তার ফলে নাকাল হচ্ছেন সাধারণ মানুষ, এই মর্মে উষ্মা প্রকাশ করেন তিনি।