সাম্প্রতিক খবর

নভেম্বর ২১, ২০১৯

টানা অভিযানে কমছে সব্জির দাম

টানা অভিযানে কমছে সব্জির দাম

তিন দিনের টানা অভিযানে সুফল মিলতে শুরু করেছে। শহরের বাজারগুলিতে দরকারি বেশ কয়েকটি সব্জির দাম কমতে শুরু করেছে বলে রবিবার দাবি করেছে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।

রবিবার তারা ৫৯টি বাজারে হানা দেন। শুক্র ও শনিবারও ইবি বাজারে অভিযান চালায়। তার জেরেই বাজারের দর কিছুটা নামতে শুরু করেছে বলে মনে করা হচ্ছে। এরমধ্যে উল্লেখযোগ্য হল, পেঁয়াজ। পেঁয়াজের দামের ঝাঁঝেই সবচেয়ে বেশি নাজেহাল হতে হচ্ছে আমজনতাকে। এছাড়াও, দাম কমেছে আদা, রসুন, ক্যাপসিকামের।

বাজারে বাজারে অভিযান চলবে, জানিয়েছেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চ এর আধিকারিকরা।