জুন ২, ২০১৮
এবার বাংলার লিচুর গন্তব্য বেলজিয়াম ও বাহারিন

শীঘ্রই বাংলার লিচু রপ্তানি করা হবে বেলজিয়াম ও বাহারিনে। লিচু উৎপাদনে দেশে বাংলার স্থান দ্বিতীয় আর আন্তর্জাতিক ক্রেতাদের কাছে এর ব্যাপক চাহিদা রয়েছে।
প্রাথমিক পর্যায়ে বেলজিয়াম ও বাহরিনে রপ্তানি শুরু করা হবে। ইতিমধ্যেই প্রায় ১৫ মেট্রিক টন লিচুর – প্রায় ৫০ জন ক্রেতার জন্য যথেষ্ট – চাহিদা রয়েছে এই দেশগুলিতে। ৫ কেজি বক্সের এক একটি প্যাকেজে লিচু পাঠানো হবে। সালফিটেশন নামক অ্যান্টি-ফাঙ্গাল ট্রিটমেন্ট করা হয়েছে যাতে লিচুগুলিতে পচন না ধরে।
লিচুর পাশাপাশি, মার্কিন যুক্তরাষ্ট্রে ক্রেতারা মালদহ জেলার হিমসাগর আম কিনতেও বেশ আগ্রহী।