জুন ৪, ২০১৮
রাণীগঞ্জের ধ্বসপ্রবণ এলাকায় রাজ্য সরকার গড়বে ৩০,০০০ ফ্ল্যাট

আসানসোল-দুর্গাপুর উন্নয়ন কতৃপক্ষের একটি গবেষণার ভিত্তিতে, রাজ্যের আবাসন বিভাগ ইস্টার্ন কোলফিল্ডের সহযোগিতায় রাণীগঞ্জের ধ্বসপ্রবণ এলাকার শহরবাসীদের পুনর্বাসনের জন্য ৩০,০০০ ফ্ল্যাট গড়ে দেবে।
এই প্রকল্পের প্রাথমিক কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং ২০১৯-র সেপ্টেম্বর মাসে ফ্ল্যাটগুলি হস্তান্তরিত হবে। আবাসন বিভাগের এক আধিকারিকের কথা অনুযায়ী, এগুলি প্রত্যেকটি চার তলা বাড়ি হবে এবং এক-একটি বাড়িতে ১৬টি করে ফ্ল্যাট থাকবে।
এই প্রকল্পের জন্য যে ৩০০ একর জমি লাগবে, তার মধ্যে ১৫৮ জমি ইতিমধ্যেই রাজ্য সরকার ও ইসিএল কতৃপক্ষের কাছ থেকে পাওয়া গিয়েছে। আনুমানিক ১২,৯৭৬ টি ফ্ল্যাট নির্মিত হবে। বাকী জমিও শীঘ্রই পাওয়া যাবে বলে জানিয়েছেন ওই আধিকারিক।4