সাম্প্রতিক খবর

জুন ১৮, ২০১৮

রাত্রিকালীন বাস পরিষেবার জন্য তৈরী হচ্ছে 'নাইট স্টপ'

রাত্রিকালীন বাস পরিষেবার জন্য তৈরী হচ্ছে 'নাইট স্টপ'

চলতি বছরের ৭ মার্চ থেকে শহর ও শহরতলিতে সাধারণ মানুষের সুবিধার্থে রাত্রিকালীন বাস পরিষেবা চালু করেছে রাজ্য সরকার, যা ইতিমধ্যেই যথেষ্ট জনপ্রিয় হয়েছে। বর্তমানে রাতে ২৫টি বাস ও ট্রাম চলাচল করে।এই পরিষেবা আরও ভালো করে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী রাজ্য পরিবহন দপ্তর।

পরিবহন দপ্তর সূত্রে খবর, শহর ও শহরতলি মিলিয়ে ১০০টি ‘নাইট স্টপ’ তৈরীর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রিফ্লেক্টর বোর্ডেই লেখা থাকবে ‘নাইট স্টপ’। প্রতিটি স্টপেই থাকবে সময়সূচী।

প্রতিটি স্টপেই ন্যূনতম ৩০ সেকেন্ড করে বাস দাঁড়াবে। যাত্রী যদি নাও থাকে তাহলেও নির্দিষ্ট সময়ে বাস দাঁড়ানো বাধ্যতামূলক।

নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য প্রতিটি বাস থাকবে সিসিটিভির আওতাধীন। কন্ট্রোলরুমের পাশাপাশি দপ্তরের ৫ জন আধিকারিক তাঁদের সেল ফোন থেকেই প্রতিনিয়ত নজরদারি চালাবে। কোন কোন বাস রাস্তায় থাকবে প্রতিদিন সেগুলির নম্বর দেওয়া থাকবে পুলিশের কাছে, যাতে রাস্তায় কোন সমস্যা হলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

সাধারণ মানুষের কাছে এই পরিষেবা পৌঁছে দিতে অভিনব প্রচার শুরু করেচে পরিবহন দপ্তর। হাওড়ায় বিভিন্ন টার্মিনাসে ‘ওয়াল পেন্টিং’ করা হবে. পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় পোস্টারিং থেকে শুরু করে প্ল্যাকার্ডের মাধ্যমে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সৌজন্যে: ৩৬৫ দিন