মার্চ ২৭, ২০২০
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত সেল গঠন করেছে রাজ্য সরকার

মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিকদের নেতৃত্বে কয়েকটি সেল গঠন করেছেন যাতে করোনার কারণে লকডাউনেও সারা বাংলায় নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর যোগান অব্যাহত থাকে
১. পচনশীল সামগ্রী – কৃষি সচিব সুনীল গুপ্ত, পরিবেশ সচিব প্রভাত মিশ্র
২. জরুরী ও অসামরিক যোগান – মৎস্যচাষ সচিব এস কিশোর
৩. অসামরিক পরিষেবা – পুর বিষয়ক সচিব সুব্রত গুপ্ত
৪. লকডাউনে বিধিনিষেধ – খাদ্য সচিব মনোজ পন্থ
৫. মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও অন্যান্য নিরাপত্তা সংক্রান্ত বস্তুর যোগান – ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প দপ্তরের সচিব রাজেশ পান্ডে
৬. পরিবহণ ও অন্যান্য জরুরী পরিষেবা – পরিবহণ সচিব নারায়ণ নিগম
৭. পশ্চিমবঙ্গ আপৎকালীন ত্রাণ তহবিলে অনুদান – অর্থ সচিব এইচ কে দ্বিবেদী
৮. বিদ্যুৎ ও সংশ্লিষ্ট পরিষেবার যোগান – ডবলুবিএসইডিসিএলের চেয়ারম্যান ও এমডি শান্তনু বসু