Latest News

December 5, 2015

5 November 2015

জঙ্গলমহলে উন্নয়নের উৎসব

আরও চাকরি, আরও কাজ, আরও প্রকল্প

জঙ্গলমহল আজ হাসছে। ভোটের আগেই তিনি বলেছিলেন, এক মাসের মধ্যে জঙ্গলমহলে শান্তি ফেরাবেন। তিনি পেরেছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর গত সাড়ে চার বছরে তিনি বার বার জঙ্গলমহলে গিয়েছেন। বারবার জঙ্গলমহল তার উপস্থিতিতে আনন্দে মেতেছে। কয়েকদিন আগেই তিনি সভা করলেন বান্দোয়ানে।