January 14, 2019
আজ মহাশ্বেতা দেবীর জন্মবার্ষিকী। ওনার কথা খুব মনে পড়ছে। অনেক কঠিন সময়ে উনি আমাদের সকলকে মনোবল জুগিয়েছিলেন। মহাশ্বেতাদি-র অভাব আমরা খুব অনুভব করছি। উনি শুধু অসামান্য লেখিকাই ছিলেন না, আদিবাসী ও পিছিয়ে-পড়া মানুষের জন্যও অনেক কাজ করেছেন।
on Twitter, 14.01.2019