সাম্প্রতিক খবর

মে ৫, ২০১৯

যুবদের রাজনীতিতে এগিয়ে আসতে হবেঃ বেলপাহাড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

যুবদের রাজনীতিতে এগিয়ে আসতে হবেঃ বেলপাহাড়িতে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়িতে একটি নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যুবদের রাজনীতিতে এগিয়ে আসার আর্জি জানান।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

যুবদের রাজনীতিতে এগিয়ে আসতে হবে এবং দলের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমিও আমার ছাত্রাবস্থা থেকে রাজনীতি শুরু করি।

গত দুদিন ধরে ভীষণ দুর্যোগের আবহাওয়া। আমিও দুদিন সভা ক্যান্সেল করে খড়গপুরে ছিলাম কারণ ঝড়ের ওড়িশা হয়ে খড়গপুরে ধাক্কা খেয়ে ঝাড়গ্রামে ঢোকার কথা ছিল। সেই জন্য আমি আগে থেকেই খড়গপুরে বসে ছিলাম।

গতকালও আজ আমি অনেক জায়গা ঘুরে ক্ষয়ক্ষতির হিসেব নিয়েছি। এখানে ৫ হাজার মাটির বাড়ি ও ২৯ হাজার ৫০০ বাড়ি আংশিক ভেঙেছে। আপনারা দুশ্চিন্তা করবেন না। যাদের বাড়ি নষ্ট হয়েছে বা কৃষির ক্ষতি হয়েছে, তাদের সরকার ক্ষতিপূরণ দিয়ে দেবে। সরকার সবসময় আপনাদের পাশে আছে ও থাকবে।

জঙ্গলমহল আমার খুব প্রিয় জায়গা। এক সময় এই জঙ্গলমহল নাম শুনলে লোকে ভয় কাঁপত। আমি ভাবতাম কবে আমার জঙ্গলমহল শান্তিতে হাঁসবে?

আগের সরকারের আমলে জঙ্গলমহলকে অবহেলা তাচ্ছিল্যের কথা আমরা ভুলিনি। এখানকার মানুষ খেতে পেতনা, কোনও কাজ ছিল না, পরিবহণ ব্যবস্থা ছিলনা, চিকিৎসার ন্যুনতম বন্দোবস্ত ছিলনা। গত আট বছরে আমি বারবার এখানে ছুটে এসেছি এটা দেখতে যে এখানে প্রতি প্রান্তে যাতে উন্নয়ন হয়।

এখন জঙ্গলমহলে শান্তির আবহাওয়া। এখানকার পরিকাঠামো তৈরী করা হচ্ছে। মাল্টি জিম, ইন্ডোর স্টেডিয়ামের পাশাপাশি তৈরী হয়েছে ঝাড়গ্রাম স্টেডিয়ামও। এছাড়াও অসংখ্য কাজ হয়েছে এখানে।

স্কুল, কলেজ, রাস্তাঘাট, হাসপাতাল, হোস্টেল – মানুষের প্রয়োজনীয় সব কাজ আমরা করেছি।

আমি প্রায়ই এখানে আসি। কিছু মানুষ আছে যারা পাঁচ বছরে একবার এখানে আসে। মোদী বাবু সুভু ভোটের সময় হলে আপনাদের কাছে আসে।

এটা পঞ্চায়েত বা বিধানসভা নির্বাচন না, এটা কেন্দ্রের নির্বাচন। গত পাঁচ বছরে নরেন্দ্র মোদী কি করেছেন? বিজেপি পেট্রোল, ডিজেলের, রান্নার গ্যাসের দাম অগ্নিমূল্য করেছেন, নোটবাতিল করেছেন যার ফলে মানুষের ভোগান্তি হয়েছে এবং বহু মানুষ নোট বদলের লাইনে দাঁড়িয়ে মারা গেছেন।

বিজেপি মানুষে মানুষে বিদ্বেষ ছড়াচ্ছে। মিথ্যে কথা, কুৎসা করে মানুষে মানুষে দাঙ্গা লাগাচ্ছে। বিজেপি মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে মানুষকে এবং মিথ্যে কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে।

বিজেপি এখানে এসে বলে রাজ্য সরকার বাংলায় পুজো করতে দেয়না। আপনারা বলুন, এখানে দুর্গা পুজো, সরস্বতী পুজো, ঈদ, বড়দিন সবকিছু হয় কি হয় না?

বাংলায় সব হয় শুধু বিজেপি আর মোদী হয়না। ওদের দলকে এখানে ঢোকা রুখতে হবে। আমাদের এ রাজ্যের সম্প্রীতি বজায় রাখতে হবে।