জুন ৮, ২০১৮
দেউচা-পাঁচামি কয়লা খনি হাতে পেল রাজ্য, উচ্ছসিত মুখ্যমন্ত্রী

প্রায় তিন বছরের টানাপোড়েনের পর বীরভূমের দেউচা-পাঁচামি কয়লা খনি হাতে পেল রাজ্য। বৃহস্পতিবার কেন্দ্রীয় কয়লা মন্ত্রক থেকে এ সংক্রান্ত চূড়ান্ত ছাড়পত্র এসেছে। প্রকল্পটি হলে বীরভূমের মহম্মদ বাজার এলাকায়।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ দিন বলেন, দীর্ঘ ৩ বছর অপেক্ষার পর বীরভূমের দেউচা-পাঁচামি ও হরিণসিংহ-দেওয়াগঞ্জ কয়লা খনি হাতে পেল রাজ্য, এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতে পেরে আমি খুব খুশি।
এই দুটি কয়লা খনি যৌথভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এবং ভারতবর্ষের বৃহত্তম কয়লা খনি। এখানে প্রায় ২,১০২ মিলিয়ন টন কয়লা মজুত রয়েছে।
সব মিলিয়ে এখানে প্রায় ১ লক্ষেরও বেশি কর্মসংস্থানের সুযোগ রয়েছে। এছাড়া এই প্রকল্পে ১২ হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।এর ফলে বীরভূমের আর্থ-সামাজিক উন্নয়ন হবে। প্রয়োজনীয় প্রশাসনিক কাজকর্ম ইতিমধ্যেই চালু হয়ে গেছে।