জুন ৩, ২০১৮
কলকাতাতে পালিত হচ্ছে বিশ্ব সাইকেল দিবস

আজ বিশ্ব সাইকেল দিবস। এই বছর থেকেই এই দিনটি উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। সারা দুনিয়ার সাথে তাল মিলিয়ে কলকাতাতেও পালিত হচ্ছে সাইকেল দিবস।
হিডকোর উদ্যোগে আজ নিউটাউনে নানা অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে। প্রসঙ্গত, নিউটাউনেই দেশের প্রথম ‘সাইকেল শেয়ারিং স্কিম’ চালু হয়। এই উদ্যোগটি বিপুল জনসমর্থনও পেয়েছে এবং কেন্দ্রের কাছে সমাদৃতও হয়েছে।
আজকের এই বিশেষ দিনটি উদযাপন করার জন্য নিউটাউন ইকোপার্কের অদূরে গল্ফ কোর্সের কাছে সাইকেল রাখা থাকছে। বিনামূল্যে আজ সাইকেল প্রেমীরা এখন থেকে সাইকেল নিয়ে চালাতে পারবেন। সাধারণ মানুষের মধ্যে সাইকেলকে আরও জনপ্রিয় করে তুলতেই এই অভিনব উদ্যোগ।
উল্লেখ্য, নিউটাউনে সাইকেল চালানোর জন্য নির্দিষ্ট রাস্তা করে দেওয়া হয়েছে।
ছবি সৌজন্যে: টুইটার