জুন ৫, ২০১৮
একনিষ্ঠ ভাবে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ

পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ রাজ্য সরকারের একই সংবিধিবদ্ধ সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক সংস্থা। মান নির্ধারণের পাশাপাশি দূষণের মাত্রা নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এই পর্ষদের দায়িত্ব।
পর্ষদের দায়িত্ব ও কর্তব্যের কিছু উল্লেখ্য বিষয়:
- শিল্পের বর্জ্য এবং এফ্লুয়েন্টস এর ওপর নজর রাখা ও নিয়ন্ত্রণ করা।
- বিভিন্ন পুরসভাগুলিকে বর্জ্য ব্যবস্থাপনায় সাহায্য করা।
- ৪২টি দূষিত শিল্পাঞ্চলের বর্জ্য ব্যবস্থাপনার জন্য অনলাইন পদ্ধতি শুরু।
- পরিবহণ দপ্তর ও কলকাতা ট্রাফিক পুলিশের সাহায্যে মোটরযানের থেকে নিষ্কৃত ধোঁয়ার নিয়ন্ত্রণ।
- গ্রামাঞ্চলে ই-রিকশার ব্যবস্থা করা।
- ২০০টি স্কুলের ছাদে সোলার প্যানেল লাগানো এবং ৩২টি স্কুলে বৃষ্টির জল ধরে চাষের কাজ করার ব্যবস্থা করা হয়েছে।
- বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সচেতনতা বাড়ানো – যেমন, মিছিলের আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশিক্ষণ কর্মসূচী নেওয়া হয়েছে।
- মাঠ ও জলাশয়ের পুনরুদ্ধার ও সৌন্দর্য বৃদ্ধি।
- বিভিন্ন মেলায় প্রতিমা শিল্পীদের ভালো রঙ বিতরণ।
- শিল্পাঞ্চল থেকে উড়ো ছাইয়ের উপযুক্ত ব্যবহার।
- গ্রামাঞ্চলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা করা।
এই সকল কার্যকলাপের মাধ্যমে রাজ্যকে আরও পরিবেশ-বান্ধব করে তুলছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ।