সাম্প্রতিক খবর

জুন ২০, ২০১৮

গঙ্গায় নৌবিহারের জন্য হাজির এমভি শিশু সাথী ও এমভি সেভ লাইফ

গঙ্গায় নৌবিহারের জন্য হাজির এমভি শিশু সাথী ও এমভি সেভ লাইফ

হুগলী নদীতে নৌবিহারের জন্য পরিবহণ দপ্তরের ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে দুটি ওয়াটার ট্যাক্সি চালানোর। সেই মত এসে পৌঁছেছে দুইটি ওয়াটার ট্যাক্সিও। এই ধরনের জলযান রাজ্যে এই প্রথম চালানো হবে।

ওয়াটার ট্যাক্সিগুলির নামকরণ মুখ্যমন্ত্রী করেছেন রাজ্যের দুটি সফল প্রকল্পের নামে – এমভি শিশু সাথী এবং এমভি সেভ লাইফ। এর আগে মুখ্যমন্ত্রী পরিবহণ দপ্তরের অন্যান্য প্রকল্পগুলিরও নামকরণ করেছেন, যেমন, জলধারা, গতিধারা, পথসাথী অ্যাপ।

এই ওয়াটার ট্যাক্সিগুলি দুটি রুটে চলবে। একটি রুট হবে মিলেনিয়াম পার্ক (ফেয়ারলি প্লেস) ঘাট থেকে বেলুড় হয়ে দক্ষিণেশ্বর। অন্যটি চলবে মিলেনিয়াম পার্ক (ফেয়ারলি প্লেস) থেকে দক্ষিণেশ্বর ঘাট হয়ে বেলুড়।

প্রতিটি ওয়াটার ট্যাক্সিতে থাকছে আটটি করে আসন, এই আটটি আসনের মধ্যে ৬টি হবে যাত্রীদের জন্য, ১টি করে থাকবে চালক ও নিরাপত্তা কর্মীর জন্য।

যাত্রীদের সুরক্ষার জন্য নিযুক্ত কর্মীকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে যাতে তিনি আপৎকালীন সময়ে যাত্রীদের নিরাপত্তার জন্য কি কি করা উচিত তার নির্দেশ দিতে পারেন।

সব কিছু ঠিকঠাক চললে, মিলেনিয়াম পার্ক ঘাট থেকে প্রিন্সেপ ঘাট ও খিদিরপুরের মধ্যেও এই ট্যাক্সি পরিষেবা শুরু হবে।