সাম্প্রতিক খবর

মে ১, ২০১৯

তৃণমূলের একজন ব্লক সভাপতির যোগ্যতা নরেন্দ্র মোদীরও চেয়েও বেশিঃ আন্দুলে মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূলের একজন ব্লক সভাপতির যোগ্যতা নরেন্দ্র মোদীরও চেয়েও বেশিঃ আন্দুলে মমতা বন্দ্যোপাধ্যায়

আজ হাওড়ার আন্দুলে নির্বাচনী জনসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তার বক্তব্যে তিনি বলেন তৃণমূলের একজন ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সর্ব ভারতীয় বিজেপির সভাপতি আর নরেন্দ্র মোদীর সেই যোগ্যতাও নেই।

ওনার বক্তব্যের কিছু অংশঃ

  • আমাদের একজন ব্লক সভাপতির যা যোগ্যতা আছে, সর্ব ভারতীয় বিজেপির সভাপতি – অমিত শাহর সেই যোগ্যতা নেই,
  • আমাদের একজন ব্লক সভাপতির যোগ্যতা নরেন্দ্র মোদীরও চেয়েও বেশি
  • একটা রাজনৈতিক দলের উচিৎ দেশের রাজনীতি, সমাজ, ইতিহাস-ভূগোল, সংস্কৃতি সব কিছু জানা
  • কেন্দ্র সবসময় বাংলাকে বঞ্চনা করেছে। কেউ বাংলার দিকে তাকায়নি, চিরকাল বাংলা লাঞ্ছিত, বঞ্চিত আর শোষিত
  • বাংলায় কি কাজ হয়েছে ওরা চোখে দেখতে পায় না, যারা দিল্লী থেকে এখন আসছে তারা কেউ বাংলাকে চেনেই না
  • সিপিএম এর হার্মাদরা এখন বিজেপির ওস্তাদ হয়েছে, সিপিএম কংগ্রেস এখন বিজেপির কাছে নিজেদের আদর্শ বিক্রি করে দিয়ে একটা সাইনবোর্ড দল হয়ে গেছে
  • আমরা কংগ্রেস ছেড়ে বেরিয়ে না এলে আমরা সিপিএম কে পরাস্ত করতে পারতাম না
  • সিপিএম আমতা, মেমারি আর সাতগাছিয়ার মানুষের ওপর কিভাবে অত্যাচার করেছে তা আমরা কেউ ভুলে যাইনি
  • বিজেপি উত্তরপ্রদেশে দাঙ্গা করে মানুষ মারছে, বিজেপি রাজ্যগুলোতে ওরা যা ইচ্ছে তাই করছে, কোন মানুষ বিচার পায় না
  • ওরা শুধু দাঙ্গা আর মানুষের মধ্যে ভাগাভগি করে
  • আমরা কোন দাঙ্গাবাজকে সমর্থন করি না, আমরা চাই হিন্দু-মুসলমান সকলে মিলে একসাথে থাকুক
  • নরেন্দ্র মোদী আর অমিত শাহ কোন হোমঅয়ার্ক করে না, শুধু মিথ্যে কথা বলে বেড়াচ্ছে
  • বাংলার মানুষকে এখন কোন ট্যাক্স দিতে হয়? ডিজেল পেট্রোল গ্যাসের দাম কে বাড়িয়েছে? কেন্দ্রীয় সরকার
  • সাইনবোর্ড বাবু আজও এসে বলেছেন বাংলায় NRC করবে। তার আগে দেশ থেকে বিজেপি রাজনৈতিক ভাবে বিদায় নেবে
  • সাংবাদিকদের বিজেপি কন্ট্রোল করে, ওরা নরেন্দ্র মোদীর কথায় হিন্দু আর মুসলমানের মধ্যে দাঙ্গা দেখায়, এভাবে ওরা মানুষকে বিষাক্ত করছে। উনি সাংবাদিকদের কন্ট্রোল করতে পারবেন কিন্তু মানুষকে নয়
  • বর্তমান কাগজের নামে একটা নকল খবর বের করেছে – আমি নাকি হিন্দুদের কাঁদাব! বিজেপি এখন ফেক পার্টি হয়ে গেছে, ওরা নির্লজ্জ বেহায়ার দল। সত্যি কথা বলার সাহস নেই আর কয়েকটা দালাল দালালি করছে, এরপর ওরা যে কোন সংবাদ মাধ্যমের এরকম ফেক খবর করবে। আজ বর্তমান rejoinder দিয়েছে যে তারা এই খবর করেনি
  • নদিয়ার একজন বিজেপি প্রার্থী বিহারের একটা দাঙ্গার ছবি নিয়ে মালদা উত্তরের ছবি বলে পোস্ট করেছে, তারপর ধরা পড়ার পর ডিলিট করেছে
  • সোশ্যাল নেটওয়ার্কের নামে যা ইচ্ছে তাই করছে, যা ইচ্ছে অন্যায় করছে
  • বিজেপি একটা ফেক পার্টি
  • আসামে NRC করে ওরা ২২ লক্ষ হিন্দুর নাম বাদ দিয়ে দিয়েছে, আগে বিদেশি বানাবে তারপর নাগরিকত্ব দেবে, যা ইচ্ছে তাই করছে
  • বাংলায় NRC করতে এলে বাংলার মানুষ ওদের NBC (National Bidaai Certificate) দিয়ে দেবে
  • হঠাৎ নোট বাতিল করে দিল এরপর কবে ব্যাঙ্ক বাতিল করে বলবে মানুষের কোন টাকা নেই
  • ইতিহাস বদলে দিচ্ছে এত বড় নেতা
  • সব শিল্প বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের চামড়ার দোকানগুলো বন্ধ হয়ে গেছে, শ্রমিকরা এখন বাংলায় চলে এসেছে
  • বন্যা ক্ষরা হলে উনি বাংলায় আসেন না, আর এখন নির্বাচনের সময় এসেছেন ভোট চাইতে। গত ৩৪ বছরে যখন বাংলা জ্বলছিল তখন খোঁজ নিয়েছেন কখনো? খবর পেয়েই আমাকে ফোন করে আর তারপরেই মিডিয়াকে জানায়, দেখানোর জন্য। আর তারপরেই টুইট করে, বাংলায় আসে কখনো?
  • আর নির্বাচনে জেতার জন্য বাংলায় কতগুলো ডাকাত-চোর আর জল্লাদ এনে দাঙ্গা লাগাচ্ছে?
  • এখন ওরা গদা আর তরোয়াল নিয়ে মিছিল করছে। মা দুর্গার হাতে অস্ত্র থাকে রাজনৈতিক নেতাদের হাতে কেন থাকবে?
  • নির্বাচন এলে শুধু রামের নাম করে ভোট চায় আর ৫ বছরে একটা রাম মন্দিরও বানাতে পারেনি। আজ আবার অযোধ্যায় গেছে ভোট চাইতে
  • আমরা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক করেছি, তারাপীঠ, তারকেশ্বর বক্রেশ্বর সহ সব তীর্থ স্থানগুলির সংস্কার করেছি
  • মানুষের নোট কেটে নিজের নোট তৈরী করেছে, আগে খেতে পেত না আর এখন ওদের কত টাকা। শুধু বাইক আর টাকা বিলোচ্ছে, টাকা দিয়ে ভোট কিনছে
  • আচ্ছে দিন আনবে বলেছিল। নোটবাতিলের নাম করে মানুষের সব টাকা লুঠ করে মানুষকে সর্বশান্ত করে দিয়েছে
  • ওরা বলেছিল নোট বাতিলের পর সন্ত্রাসবাদ শেষ গয়ে যাবে। ওনার আমলে সন্ত্রাসবাদ বেড়েছে ২৬০%। এমনকি আজও মহারাষ্ট্রে একটা আক্রমণ হয়েছে
  • মোদী বাবু একটা মাওবাদী রাজ্য দেখাক যা আপনি শান্ত করতে পেরেছেন, বাংলাকে গালাগালি না দিয়ে এই চ্যালেঞ্জ গুলো নিন না। আর যখন ৩৪ বছর পর আমরা বাংলার জঙ্গলমহল, পাহাড়কে শান্ত করেছি তখন আপনারা এসে তা অশান্ত করার চেষ্টা করছেন, আগুন লাগাচ্ছেন কারণ আপনারা বাংলাকে হিংসে করেন
  • সিপিএম এর দেনা বাবদ ৫০ হাজার কোটি টাকা কেন্দ্র কেটে নিয়ে যাচ্ছে বাংলা থেকে
  • ওরা আমদের থেকে রাজস্বের টাকা নেয় আর তার একটা অংশই আমাদের দেয়। আর এমন ভাব করে যেন নিজেদের টাকা থেকে আমাদের সাহায্য করছে
  • ওরা যতই চেষ্টা করুক মানুষকে ভয় দেখিয়ে,ধমকে, চমকে আর চলবে না। মানুষের কাছে বার্তা পৌঁছে গেছে, ওনার পতন এবার নিশ্চিত