Latest News

March 7, 2014

Trinamool candidates to interact with voters on Twitter

Trinamool candidates to interact with voters on Twitter

Within a few hours of the declaration of polling dates for the 16th Lok Sabha Elections, the Trinamool Chairperson announced the first list of party candidates who would be fighting the elections from West Bengal, Tripura, Manipur and Jharkhand. Media-savvy that Ms. Mamata Banerjee is, hours after the formal announcement of candidates, she participated in a freewheeling chat with her 6.5 lakh Facebook followers. The interaction was broadcast live on NDTV as well as live streamed on Facebook.

“Trinamool believes in 360 degree communication to reach out to the voters. From wall graffiti to posters, street corner meetings to rallies, traditional campaign will be complemented by social media interactions,” said AITC National Spokesperson and Rajya Sabha Chief Whip Derek O`Brien.

To this effect, all the 42 candidates of Trinamool Congress will participate in a Live Twitter Chat (on the official party handle @AITCofficial) on designated dates. The hour long interactions will help voters in getting to know their candidates. For relatively urban constituencies, two such sessions will be held to give the candidates a chance to interact with the online audience.

তরুণ প্রজন্মের জীবনচর্যার সঙ্গে এখন অঙ্গাঙ্গি ভাবে জড়িয়ে সোশ্যাল মিডিয়া। সেই মঞ্চে নিজেকে উপযুক্ত করে তুলেছেন তৃণমূল নেত্রী। ফেসবুকে তাঁর সক্রিয়তা এখন বিপুল। দলনেত্রীর প্রদর্শিত পথেই এ বার লোকসভায় প্রচারের জন্য সোশ্যাল মিডিয়ায় অভিনব কৌশল নিতে চলেছে তৃণমূল। দলের ৪২ জন প্রার্থীই ওয়েব-মাধ্যমে মুখোমুখি হবেন নানা প্রশ্নের।

লোকসভায় দলের প্রার্থী তালিকা ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ফেসবুকে বাছাই-করা প্রশ্নের উত্তর দিতে টিভি চ্যানেলের মুখোমুখি হয়েছিলেন মমতা। তাঁর ওই প্রশ্নোত্তর-আসরের যে মূল ভাবনা ছিল, সেটাকেই লোকসভায় দলের সমস্ত প্রার্থীর জন্য ব্যবহার করতে চাইছেন তৃণমূল নেতৃত্ব। তাঁদের পরিকল্পনা, এ বারের ৪২ জন প্রার্থী ট্যুইটারে মানুষের প্রশ্নের উত্তর দেবেন। প্রত্যেক প্রার্থী এক এক দিনে এক ঘণ্টা করে প্রশ্নোত্তর চালাবেন। অর্থাৎ সব মিলে ৪২ জনের জন্য ৪২ দিন। সময় বাছা হয়েছে বিকাল ৪টে থেকে ৫টা। কারণ সমীক্ষায় দেখা যাচ্ছে, ওই সময়টা ইন্টারনেট ব্যবহারের প্রাইম টাইম।

সুদীপ বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সী, দীনেশ ত্রিবেদী-সহ তৃণমূলের বর্তমান সাংসদদের মধ্যে যাঁরা শহুরে এলাকা থেকে প্রার্থী, তাঁরা দু`ঘণ্টার প্রশ্নোত্তরে থাকবেন। বাকিরা এক ঘণ্টার। প্রার্থীদের মধ্যে যাঁদের নিজস্ব ট্যুইটার অ্যাকাউন্ট আছে, তাঁরা তার মাধ্যমেই উত্তর দেবেন। না-থাকলে তৃণমূলের দলীয় ট্যুইটার হ্যান্ডল (@AITCofficial) থেকেই তাঁরা কাজ সারবেন। রাজনৈতিক ব্যক্তিত্বের বাইরে আরও যাঁরা এ বার তৃণমূলের প্রার্থী হয়েছেন, তাঁদের প্রশ্নোত্তরে সাহায্য করার জন্য পাশে থাকবেন দলের দুই মুখপাত্র অমিত মিত্র ও ডেরেক ও`ব্রায়েন।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে, প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রার্থীরা বসবেন তৃণমূল ভবনেই। কোনও কারণে তা সম্ভব না-হলে অন্যত্রও ব্যবস্থা করা হতে পারে। ডেরেকের কথায়, “আমরা যে ৩৬০ ডিগ্রি যোগাযোগ পদ্ধতির কথা বলছি, এটা তারই অঙ্গ। মিটিং-মিছিল, পোস্টার, সভা এ সবই থাকবে। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের যথাসম্ভব কাছাকাছি পৌঁছনোর চেষ্টা করবেন আমাদের প্রার্থীরা।”