সাম্প্রতিক খবর

জুন ৮, ২০১৮

আজ থেকে শুরু তিন দিন ব্যাপী আম উৎসব

আজ থেকে শুরু তিন দিন ব্যাপী আম উৎসব

ভোজনরসিক বাঙালির কাছে গ্রীষ্মকাল মানেই আম। সেই আম-প্রীতিকে সজীব রাখতে প্রতি বছরের মত এবছরও রাজ্যের বিভিন্ন জেলার বিভিন্ন প্রজাতির আম ও আমজাত খাবারের ভাণ্ডার নিয়ে হাজির তিন দিন ব্যাপী আম উৎসব।

এই অনুষ্ঠানের আয়োজক খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং উদ্যানপালন দপ্তর। অনুষ্ঠান চলবে ৮ থেকে ১০ই জুন নিউ টাউন মেলা প্রাঙ্গনে। মেলার উদ্বোধন ৮ই জুন বিকেল ৪টেয়, চলবে ৮টা পর্যন্ত, পরের দুই দিন মেলা শুরু হবে দুপুর ১১টায়, চলবে রাত ৮টা পর্যন্ত। রান্নার প্রতিযোগিতারও আয়োজন করা হবে এখানে, ৯ তারিখে দুপুর ৩টে থেকে।

পরিবেশের ভারসাম্য মাথায় রেখে এই মেলা হবে প্লাস্টিক বর্জিত, প্রবেশ অবাধ।