সাম্প্রতিক খবর

জুন ২৫, ২০১৮

ইউনেস্কোর সেরা ৩০-এর তালিকায় সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ

ইউনেস্কোর সেরা ৩০-এর তালিকায় সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ

ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রামে সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ পৃথিবীর সেরা ৩০-এর তালিকায় জায়গা করে নিয়েছে। দেশের ১২টি বায়োস্ফিয়ারেরর মধ্যে দুটি বায়োস্ফিয়ার রিজার্ভ এই তালিকায় স্থান পেয়েছে।

ইউনেস্কোর ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম এবং ওয়ার্ল্ড নেটওয়ার্ক অফ বায়োস্ফিয়ার রিজার্ভ যৌথভাবে #ProudToShare নামে একটি সচেতনতামূলক প্রচার শুরু করে। তারা ৩০টি ভিডিও বাছাই করে যা ফোরাম অফ সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনভেশান-এর অংশীদাররা প্রকাশ করে। প্রতিটি ভিডিওর সময়সীমা ১ মিনিটের কিছু বেশী।

রাজ্য বন দপ্তরের পাঠানো ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে

এই ভিডিওতে মূলত দেখানো হয়েছে, কিভাবে বন দপ্তর বনাঞ্চলে মানুষ-বাঘ সংঘাত এড়াতে নাইলনের বেড়া দিয়েছে, এবং বাঘ গ্রামে ঢুকে পড়লে কুইক রেসপন্স টীম কীভাবে তাদের ধরে বোনে ফেরত পাঠিয়ে দে। প্রত্যন্ত গ্রামের মানুষকে সচেতন কিভাবে করা হয় সেটাও এই ভিডিওতে দেখানো হয়েছে।

রাষ্ট্রপুঞ্জের সাস্টেনেবেল ডেভেলপমেন্ট গোলের জন্য তৈরী ফোরাম ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের তরফে এই ভিডিওগুলি বিশ্ব পরিবেশ দিবসে প্রকাশ করা হয়। সোশ্যাল মিডিয়াতেও এই ভিডিওগুলি ভাইরাল করা হচ্ছে। এই ভিডিওগুলির র‍্যাঙ্কিং প্রকাশ করা হবে নিউ ইওর্কের আলোচনাসভা থেকে।