জুন ২০, ২০১৮
সুগন্ধী চাল উৎপাদন বৃদ্ধি করতে কৃষি বিশ্ববিদ্যালয়গুলির সহযোগিতা চায় রাজ্য সরকার

রাজ্যে সুগন্ধী চাল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি দপ্তর রাজ্যের দুটি কৃষি বিশ্ববিদ্যালয়ের ( বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় এবং উত্তর বঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়) সঙ্গে গাঁটছড়া বাঁধছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় গোবিন্দভোগ ও তুলাইপুঞ্জি চাল ইতিমধ্যেই ভৌগলিক স্বীকৃতি (জি আই ট্যাগ) পেয়েছে। অন্যান্য সুগন্ধী চাল (যেমন কালোনুনিয়া) বাণিজ্যিকভাবে কতটা লাভজনক এবার তা খতিয়ে দেখছে রাজ্য সরকার ।
তুলাইপুঞ্জি ও কালোনুনিয়া মূলত উৎপাদিত হয় উত্তরবঙ্গে এবং গোবিন্দভোগ উৎপাদন করা হয় পূর্ব বর্ধমানের রায়নায়।
এই বিভিন্ন প্রজাতির চাল যাতে অন্যান্য জায়গায় ফলানো যেতে পারে, তাই নিয়ে গবেষণা চলছে। উৎপাদন বৃদ্ধি হলে রপ্তানির হারও বাড়ানো যেতে পারে।