জুন ২১, ২০১৮
বাংলার কৃষ্টিকে বাঁচিয়ে রাখছে সঙ্গীত মেলা ও সঙ্গীত সম্মান

আমরা সকলেই জানি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন শিল্পানুরাগী। সঙ্গীতই হোক বা নৃত্য – তিনি বাংলার কৃষ্টিকে সারা বিশ্বে তুলে ধরার সচেষ্ট প্রয়াস করে চলেছেন।
মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় বছর মা, মাটি, মানুষের সরকার বাংলা সঙ্গীত মেলার আয়োজন করে। সারা রাজ্যের বিভিন্ন নামী শিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেন। উঠে আসে অনেক নতুন নতুন প্রতিভা। ২০১৭ সালে যে সঙ্গীত মেলা অনুষ্ঠিত হয়, তাতে অংশগ্রহণ করে ৩০০০ শিল্পী।
তেমনই অতীতে অবহেলিত অনেক সঙ্গীতশিল্পীকে যথাযথ সম্মান জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেন সঙ্গীত সম্মান ও সঙ্গীত মহাসম্মান পুরস্কার। মান্না দে থেকে শুরু করে গিরীজা দেবী, পন্ডিত অজয় চক্রবর্তী থেকে শুরু করে পূর্ণ দাস বাউল – সঙ্গীত জগতের বিভিন্ন নক্ষত্রকে এই সম্মান প্রদান করা হয়েছে।