সাম্প্রতিক খবর

জুন ৫, ২০১৮

উপকূল ও জলাভূমি রক্ষায় সদর্থক ভূমিকা রাজ্যের

উপকূল ও জলাভূমি রক্ষায় সদর্থক ভূমিকা রাজ্যের

পরিবেশ দপ্তরের দুই সংস্থা ‘ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি’ এবং ‘ইন্সটিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিস অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট’ পূর্ব কলকাতার জলাভূমি রক্ষা ও গবেষণার দায়িত্বে আছে।এছাড়াও তারা রাজ্যে উপকূল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার কাজ করে থাকে।

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস ম্যানেজমেন্ট অথরিটি পূর্ব কলকাতার জলাভুমির রক্ষা ও গবেষণার দায়িত্বে আছে। কলকাতার পূর্ব সীমান্তে এই জলাভূমিগুলি অবস্থিত। এই অঞ্চলে ছোট মাছের চাষ করার জন্য পুকুর, চাষের জমি ও গ্রাম আছে। ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডস একটি গুরুত্বপূর্ণ রামসার সাইট। এই জলাভুমিগুলি প্রাকৃতিক উপায়ে কলকাতা শহরের জল পরিশ্রুতিকরণে এক অনন্য ভূমিকা পালন করে। এটি বিশ্বে একমাত্র এই রামসার সাইটেই হয়। এই অঞ্চলগুলি মাছেদের ও অনান্য জলজ প্রাণীদের খাদ্য সরবরাহে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।

ইন্সটিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিস অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট

ইন্সটিটিউট অফ এনভায়রনমেন্টাল স্টাডিস অ্যান্ড ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট রাজ্যের অন্যান্য জলাভূমি ও উপকূল অঞ্চলের ওপর গবেষণা করে। এখানে বিশ্ব ব্যাঙ্কের স্টেট প্রোজেক্ট ম্যানেজমেন্টের একটি ইউনিট আছে, যা Integrated Coastal Zone Management Project টিকে অর্থসাহায্য করে থাকে। দি কোস্টাল জোন ম্যানেজমেন্ট প্ল্যান অফ বেঙ্গল এই প্রকল্পের অংশ। এই প্রকল্প প্রায় শেষ পর্যায়ে।

ইতিমধ্যেই প্রকল্পটি অনেকটা সাফল্য অর্জন করেছে, যেমন, দীঘাতে পুরসভার ও সমুদ্রতটের উন্নয়ন, সাগর দ্বীপের ১০০ শতাংশ বিদ্যুতায়ন, স্বনিরভর গোষ্ঠীর মাধ্যমে জীবনের মান উন্নয়ন, ২৫টি সাইক্লোন-শেল্টার এবং নানা ইকো ট্যুরিজম প্রকল্প।

এই দুই প্রতিষ্ঠান যৌথভাবে রাজ্যের পরিবেশে রক্ষার জন্য অনবদ্য কাজ করে চলেছে।