সাম্প্রতিক খবর

জুন ২৮, ২০১৮

ব্যাঙ্ক না থাকলে খোলা হবে সমবায় ব্যাঙ্ক

ব্যাঙ্ক না থাকলে খোলা হবে সমবায় ব্যাঙ্ক

রাজ্যের যে সমস্ত গ্রাম পঞ্চায়েত এলাকায় এখনও কোনও ব্যাঙ্কের সুবিধে নেই, সেই এলাকাগুলিতে সমবায় ব্যাঙ্ক খোলা হবে। সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাধ্যমেও ব্যাঙ্কিং পরিষেবা দেওয়া হবে। এরকম প্রায় ২,‌৬০০টি সমবায় কৃষি উন্নয়ন সমিতিকে ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার মতো করে উন্নীত করা হবে।

রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতোই সাধারণ মানুষ এখান থেকে টাকা জমা দেওয়া, টাকা তোলা এবং এটিএম পরিষেবার মতো সমস্ত সুবিধে পাবেন। এই সমবায় কৃষি উন্নয়ন সমিতি–সহ বিভিন্ন ধরনের সমবায়ের কর্মীরা দু’হাজার টাকা করে এবার থেকে অনুদান পাবেন। ইতিমধ্যেই ৭,৪৮৭ জন এক হাজার টাকা করে এখনই অনুদান পাচ্ছেন। আর যে ১,৩২৭ জন কর্মী পেতেন না, তাঁরাও এবার থেকে অনুদান পাবেন।

পাশাপাশি রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, এই কর্মীরা স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পাবেন।যে সমস্ত সমবায় ব্যাঙ্কের অডিট রিপোর্টে কোনও সমস্যা নেই, সেই সব সমবায় ব্যাঙ্কের মাধ্যমে সরকারি কর্মীদের বেতন দেওয়া ছাড়াও, সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবার টাকা ওই ব্যাঙ্কগুলির মাধ্যমে দেওয়া হবে। এর ফলে ওই ব্যাঙ্কগুলিতে গ্রাহকের সংখ্যা বাড়বে এবং ব্যাঙ্কগুলি আরও উন্নত হবে।

কৃষকদের স্বল্পমেয়াদি ঋণের পাশাপাশি দীর্ঘমেয়াদি ঋণ পরিশোধের ক্ষেত্রেও ভর্তুকি দেবে রাজ্য সরকার। এক্ষেত্রে ৬ শতাংশ ভর্তুকি দেবে রাজ্য। কৃষকরা দেবেন ৪ শতাংশ।

এছাড়াও কৃষকদের অল্প খরচে বেশি ফসল উৎপাদনের জন্য কৃষিকাজের উপযোগী বিভিন্ন যন্ত্রপাতি দেবে সরকার। সে জন্য ‘‌হাব’ তৈরি করা হবে। ২০১৮–১৯ অর্থবর্ষে এরকম ১ হাজার হাব তৈরি করা হবে। প্রত্যেকটি হাবের পেছনে ৫০ লক্ষ টাকা করে খরচ করবে সরকার। কমিটির সুপারিশ অনুযায়ী সমবায় পরিদর্শকদের বার্ষিক রিপোর্ট–সহ কর্মক্ষেত্রে উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপ করা হচ্ছে।

সৌজন্যে: আজকাল