সাম্প্রতিক খবর

জুন ১৭, ২০১৮

পিতৃত্বকালীন ছুটিঃ পথ দেখাচ্ছে বাংলা

পিতৃত্বকালীন ছুটিঃ পথ দেখাচ্ছে বাংলা

শিশু ও মাতৃকল্যাণের ব্যাপারে বরাবরই দায়িত্বশীল তৃণমূল কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার গত সাত বছরে মা ও শিশুদের কল্যাণসাধনে ব্রতী হয়েছে। যার ফলে উল্লেখযোগ্যভাবে কমেছে শিশু মৃত্যুর হার, এবং বেড়েছে প্রাতিষ্ঠানিক প্রসবের হার।

শুধু মায়েরাই নন, একটি শিশুর বেড়ে ওঠায় বাবাদের ভূমিকাও অপরিসীম। এই ভাবনা থেকেই বাবাদের জন্য রাজ্য সরকার পিতৃত্বকালীন ছুটির বিশেষ ব্যবস্থা করেছে। সারা দেশকে আবারও পথ দেখাচ্ছে বাংলা।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, ২০১৬ সাল থেকে রাজ্য সরকার চালু করেছে মোট ৩০ দিনের পিতৃত্বকালীন ছুটি। রাজ্য সরকারের কর্মীরা ছাড়াও এই ছুটি পেতে পারেন পঞ্চায়েত, পুরসভা, বিভিন্ন বোর্ডের কর্মী, সরকারি/অনুদান প্রাপ্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এবং সরকারি/অনুদান প্রাপ্ত কোম্পানি ও নিগমের কর্মীরাও।

 

ছবিটি প্রতীকী (উৎস)