জুন ১৯, ২০১৮
এবার বর্ষাকালেও খোলা থাকবে উত্তরবঙ্গের বনাঞ্চলের একাংশ

জঙ্গলপ্রিয় পর্যটকদের জন্য সুখবর নিয়ে এল বন দপ্তর। এই প্রথম রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে বর্ষাকালেও উত্তরবঙ্গের বনাঞ্চলের নির্দিষ্ট কিছু অঞ্চল পর্যটকদের জন্য খোলা রাখা হবে।
সাধারণত, জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত বনাঞ্চলে পর্যটন বন্ধ রাখা হয়। কিন্তু বহু পর্যটক, ট্যুর অপারেটর, হোটেল মালিক, পরিবহণ পরিষেবার সাথে যুক্ত মানুষের বারংবার অনুরোধের ফলে বন দপ্তর এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে।
বর্ষাকালে বনাঞ্চলের প্রকৃতি এক অন্য রূপে শোভা পায়। সেই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে অনেক পর্যটকই ইচ্ছুক। বনাঞ্চলের সবুজ এক অন্য চমক নেয় বর্ষায়। এবার পর্যটকরা সেই সৌন্দর্য উপভোগ করার সুযোগ পাবেন।
গরুমারা জাতীয় অভয়ারণ্যর অন্তর্গত কালিপুর জঙ্গল ক্যাম্প, ধুপঝোড়া ইকো ট্যুরিজম ক্যাম্প, এবং রুমারার সন্নিকটে অবস্থিত পাঞ্জোরা জঙ্গল ক্যাম্প, মূর্তি জঙ্গল ক্যাম্প, হর্ণবিল জঙ্গল ক্যাম্প, চুকচুকি ওয়াচটাওয়ার পর্যটকদের জন্য খোলা থাকবে। চাপরামারির জঙ্গলের প্রবেশদ্বার থেকে ওয়াচটাওয়ার পর্যন্ত রাস্তাও খোলা থাকবে।
এ ছাড়া, জলদাপাড়া জাতীয় অভয়ারণ্যর অন্তর্গত দক্ষিণ খয়েরবাড়ি টাইগার রেসকিউ সেন্টার ও মেন্দাবাড়ি জঙ্গল ক্যাম্প, এবং বক্সা জঙ্গলে সিকিয়াঝোরা ইকো ট্যুরিজম পার্ক, পরো ইকো পার্ক, বক্সা ফোর্ট, জয়ন্তীও পর্যটকদের জন্য খোলা থাকবে।
প্রসঙ্গত, জুন থেকে সেপ্টেম্বর মাস অনেক বন্য প্রাণীদের প্রজনন ঋতু। তাই বনদপ্তর সজাগ থাকবে যাতে কোনও প্রাণী বিরক্ত না হয়। তাই, জঙ্গলের ভেতর জিপ ও এলিফ্যান্ট সাফারি করা হবে না।
ডুয়ার্সের জঙ্গলে বাঘ, গণ্ডার ও হাতি থাকে। এছাড়া, বিভিন্ন ধরনের হরিণ, বাইসন, পাখি ও সরীসৃপ জীবও আছে।