সাম্প্রতিক খবর

জুন ১৯, ২০১৮

আরও নতুন জেটি ও জলযান রাজ্যে

আরও নতুন জেটি ও জলযান রাজ্যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পরিবহণ দপ্তরের উদ্যোগে দুটি গুরুত্বপূর্ণ জেটি ও ১১টি উন্নতমানের জলযানের উদ্বোধন করেন পরিবহণ মন্ত্রী।

হুগলী জেলায় ১২০ মিটার লম্বা তেলেনিপাড়া জেটি ও উত্তর ২৪ পরগনা জেলায় ৫০ মিটার লম্বা শ্যামনগর জেটি উদ্বোধন করা হয়। এছাড়া ১০টি ১০০ আসন বিশিষ্ট জলযানের উদ্বোধনও করেন তিনি। সেগুলি হল,

তেলেনিপাড়া থেকে শ্যামণগরের মধ্যে পারাপারারের জন্য এম ভি মতিবাগ, এম ভি রূপশ্রী,

গাডুলিয়া থেকে ভদ্রেশ্বর পারাপারের জন্য এম ভি বিবেক,

বেলুড় থেকে কুঠিঘাটের মধ্যে পারাপারের জন্য এম ভি কল্যাণেশ্বরী,

আড়িয়াদহ ও উত্তরপাড়ার মধ্যে যোগাযোগের জন্য এম ভি সম্প্রীতি,

চাঁদপাল ও শিবপুরের মধ্যে চলবে এম ভি মতিঝিল ৩,

বিচলিঘাট ও হাওড়া পারাপারের জন্য এম ভি চন্দেশ্বরী,

উলুবেড়িয়া ও আছিপুর পারাপারের জন্য এম ভি বৈতরণী,

উলুবেড়িয়া ও কুকরাহাটি পারাপারের জন্য এম ভি ভোরসাগর ২

বোগা ও রসুলপুর পারাপারের জন্য এম ভি সমব্যাথী, এবং

৪০০ আসন বিশিষ্ট এম ভি শিক্ষাশ্রী হাওড়া এবং শিপিং এর মধ্যে পারাপারের জন্য।

রাজ্যে এই মুহূর্তে ২৭ টি পাকা জেটির কাজ শেষ হয়েছে, কাজ চলছে ৩৬ টি আরও জেটির। ৪৭টি জেটি পুননির্মিত হয়েছে, ২৭ টির কাজ চলছে। উন্নতমানের জলযান চলছে ৫৫টি, তৈরীর কাজ চলছে আরও ১৯৯টির।

এছাড়া জলধারা ক্ষুদ্র শিল্পোদ্যোগে বিপজ্জনক ভুটভুটির বদলে নিরাপদ যন্ত্রনৌকা নামাতে জলধারা-য় অনুমোদন নিয়েছেন ৩৭ নৌ উদ্যোগী। জলধারা প্রশিক্ষণ-এ পুরনো ধারার মাঝি-মাল্লাদের নতুন ধাঁচের উন্নত জলধারা যানের জন্য প্রশিক্ষিত করতে সরকারি প্রশিক্ষণ চালু হচ্ছে দ্রুত।

যাত্রী নিরাপত্তা এবং সঠিক পরিচালনা নিশ্চিত করতে বিভিন্ন ঘাটে ৬২৬ জন জলসাথীকে নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যেই ব্যারাকপুরে স্বামী বিবেকানন্দ পুলিশ আকাদেমিতে ২৩৬ জন জলসাথীকে প্রশিক্ষণ দিয়ে নিয়োজিত করা হয়েছে এবং অন্যদেরও প্রশিক্ষণ দিয়ে ঘাটে নামানো হচ্ছে খুব তাড়াতাড়ি।

এছাড়া রাজ্যের ৪৭১টি জেটিতে স্ত্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চালু হয়েছে।