সাম্প্রতিক খবর

জুন ২২, ২০১৮

মুখ্যমন্ত্রীর চীন সফর বাতিল

মুখ্যমন্ত্রীর চীন সফর বাতিল

শেষ মুহূর্তে বাতিল হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চীন সফর। ২০১৮ সালের মার্চ মাসে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী মুখ্যমন্ত্রীকে অনুরোধ করেন একটি এক্সচেঞ্জ প্রোগ্রামের অঙ্গ হিসেবে চীন সফরে দেশের একটি প্রতিনিধিদলকে নেতৃত্ব দেওয়ার জন্যে।

তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী এপ্রিল মাসে সরকারি ভাবে ওনার সুপারিশ গ্রহণ করেন এবং জানিয়ে দেন যেহেতু এই এক্সচেঞ্জ প্রোগ্রামে দেশের সম্মান জড়িয়ে আছে, তাই তিনি জুন মাসের শেষ সপ্তাহে চীনে যেতে রাজি।

এর পরে মুখ্যসচিব এবং চীনে ভারতের রাষ্ট্রদুতের চিঠির ভিত্তিতে একটি সফরসূচি। গতকাল অবধি সব কিছু ঠিকঠাকই ছিল কিন্তু এখনও পর্যন্ত চীনের পক্ষ থেকে নির্ধারিত একটি রাজনৈতিক বৈঠকের জন্য কোনও অনুমোদন মেলেনি। চীনে ভারতীয় রাষ্ট্রদূত আজ দুপুর বারোটা (চীনের সময় অনুযায়ী দুপুর ২.৩০টা) অবধি সময় চেয়েছিলেন এই বৈঠকটি নিশ্চিত করতে।

এরপরও চীনের তরফ থেকে উক্ত রাজনৈতিক বৈঠকের নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। অতএব, এই এক্সচেঞ্জ প্রোগ্রামের অঙ্গ হিসেবে মুখ্যমন্ত্রীর চীন সফরে যাওয়ার কোনও যৌক্তিকতা নেই।

মুখ্যমন্ত্রী তাঁর ফেসবুক পেজে লেকেহ্ন যে ভারতীয় রাষ্ট্রদূত অনেক চেষ্টা করেছিলেন যাতে বৈঠকটি করা যায়। কিন্তু শেষ মুহূর্ত চীনের তরফে অনিশ্চয়তার কারণে এই সফর বাতিল করতে হল।

তিনি আরও লেখেন, “আমি আশা করব যে আগামী দিনগুলিতে ভারত ও চীনের বন্ধুত্বের ধারাবাহিকতা অব্যাহত থাকবে এবং উভয় দেশের স্বার্থে তা আরও দৃঢ় হবে।”