মে ১৯, ২০১৯
নতুন কবিতা লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

শেষ দফার নির্বাচনের আগে ফের নিজের ‘কবি সত্তা’ সামনে নিয়ে এলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেল পাঁচটায় তাঁর ফেসবুক টাইমলাইনে একটি কবিতা পোস্ট করেছেন। কবিতাটির নাম, ‘অবিশ্বাস্য কালো???’ নির্বাচনের শেষলগ্নে এই কবিতার মাধ্যমে তিনি ফের কেন্দ্রের শাসকদল বিজেপি-র বিরুদ্ধে বার্তা দিলেন।
তিনি এই কবিতায় লিখেছেন:
কালো কথা
কালো ভাষা
কালো আচ্ছাদন,
দাঙ্গা বুদ্ধি
উন্মত্ত যুক্তি
দুর্যোগের দুঃশাসন।
কালোয় সমৃদ্ধ
কালিতে বৃদ্ধি
কালো ঢেকেছে উর্দি.
কলঙ্কিত ব্রেন
মিথ্যাচারী স্বভাব
স্বৈরাচারীদের ফন্দি।
কর্কশ শব্দ
হৃদয় বধ্য
মগজে মরভূমি,
গর্ধ শক্তি
অহং বুদ্ধি
চেনে না গণ-জননী।
সূর্যে গ্রহণ
চন্দ্রে ক্রন্দন
তারারা অশ্রুসাগর,
বুকে চেপে ভাবে
কালো অধ্যায়ের অবসানে
কখন আসবে ভোর।’
প্রসঙ্গত, সম্প্রতি বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার প্রেক্ষিতেও শুক্রবার কবিতা লেখেন মুখ্যমন্ত্রী। ‘লজ্জিত’ শীর্ষক টুইটারে পোস্ট করা ওই কবিতায় ঘটনার জন্য বিজেপিকে দায়ী করে তাদের বিরুদ্ধে সরব হয়েছিলেন তিনি।
এছাড়াও, তিনি ‘চেনা নয়’ শীর্ষক একটি কবিতা লিখেছেন। একটি রাজনৈতিক দল নিজেদের শাসনকালে শুধু দাঙ্গা, অপশাসন ও সন্ত্রাস চালিয়েছে এবং আবারও ক্ষমতায় ফিরতে চায়। এই কবিতায় এর বিরুদ্ধে সোচ্চার হন তিনি। তাদের অহঙ্কার, অপশাসনের দেওয়াল ভেঙে সকলকে বেড়িয়ে আসার আহ্বান জানান নেত্রী।
চেনা নয়
উড়ছে টাকা
ভীষণ ফাঁকা
দৌরাত্মের দুরভিসন্ধি,
হাড় জ্বালানো
অন্তর বিদীর্ণ
প্রাপ্তি অশুভ সন্ধি।
শুষ্ক, রুক্ষ,
রুদ্র নির্লজ্জ
নিশ্বাস নিঃশেষে,
নির্যাস গরমে
উগ্র আগ্রাসনে
বিদ্বেষ বিশেষণে ভাসে।
এত উগ্রতা,
এত সন্ত্রাস
জন্ম নিল কোথায়?
এ দেশে তো?
আমার চেনা নয়,
সবাইকে কি ভাবায়?