সাম্প্রতিক খবর

জুন ১৬, ২০১৮

রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

রেড রোড থেকে সম্প্রীতির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী

আজ খুশির ঈদ৷ দেশজুড়ে পালিত হচ্ছে খুশির ঈদ৷ শহর থেকে জেলা সর্বত্রই চলছে নামাজ পাঠ৷ শনিবার সকাল থেকেই সাড়ম্বরে কলকাতার রেড রোডে চলছে নামাজ পাঠ৷

প্রতি বছরের মতো আজও সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ রেড রোডে নামাজের মঞ্চে দাঁড়িয়ে আবারও সম্প্রীতির বার্তা দেন তিনি।

তিনি বলেন, এক মাস ধরে রমজান পালন করার পর আজ খুশির ঈদ. এতো রোদে আপনাদের খুব কষ্ট হচ্চ্ছে। আমি সব মন্দির মসজিদ গির্জায়, গুরুদুয়ারা সব জায়গায় যাই। আমাদের বাবা মা-রা আমাদের বড় স্কুলে ইংরেজি মাধ্যমে পড়াননি, কিন্তু সবাইকে সব ধর্ম, সব জাতির মানুষকে সম্মান করতে শিখিয়েছেন। ভারত সবার দেশ। হিন্দু মুসলমান সব ধর্মের দেশ, এই হিন্দুস্থান সকলের।

ঈদ উপলক্ষে এ’দিন দিনভর অনুষ্ঠান রয়েছে কলকাতা জুড়ে। দুপুর ৩-টের সময় পার্ক সার্কাস থেকে শোভাযাত্রা বেরবে ৷ আরও এক শোভাযাত্রা পার্ক স্ট্রিট, মল্লিকবাজার, এ জে সি বোস রোড, বেকবাগান, এক্সাইড মোড় দিয়ে চৌরঙ্গি রোড হয়ে মেয়ো রোডে পৌঁছবে।