জুন ২১, ২০১৮
বর্ধিত কোর কমিটির বৈঠকে বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

সামনেই লোকসভা ভোট৷ তার আগে দলের নেতা মন্ত্রী ও কর্মীদের জনসংযোগ বাড়ানোর উপর জোর দিতে বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘জনসংযোগ বাড়াতে হবে৷ তা না হলে তৃণমূলে জায়গা নেই৷ গায়ে হাওয়া লাগিয়ে দলে থাকার দরকার নেই৷’’
তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, লোকসভা ভোট তিন মাস পরেও হতে পারে, ছ’মাস পরেও হতে পারে। আট মাস মধ্যে তো হবেই। তৈরি থাকুন। পাশাপাশি ভোটে ব্যবহৃত ইভিএম নিয়েও তিনি বিজেপির বিরুদ্ধেও তুললেন জোরালো অভিযোগ।
দিদি বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে। এই কাজে যাতে কোনো রকমের বেনিয়ম না হয়, সে দিকে কড়া নজর রাখার নির্দেশ দেন দলীয় কর্মীদের। অন্য দিকে ভোটে ব্যবহৃত ইভিএম নিয়েও তিনি গভীর আশঙ্কার কথা ব্যক্ত করেন। তিনি বলেন, “বিজেপির কাজ ইভিএমে জালিয়াতি করা। আপনারা কড়া নজর রাখবেন”।
তৃণমূলনেত্রী বলেন, ‘‘দলটা অনেক কষ্ট করে তৈরি করা হয়েছে৷ মানুষের দয়ায় তৃণমূল ক্ষমতায় এসেছে৷ কেউ যদি নিজেকে দলের থেকে বড় মনে করে তাহলে তৃণমূলের দরজা খোলা আছে৷ মমতা বন্দ্যোপাধ্যায় একা খাটবেন সেটা চলতে পারে না৷’’
এ দিন তিনি নাম নিয়ে বিজেপি, কংগ্রেস ও সিপিএমকে তীব্র আক্রমণ করেন৷ ধর্মীয় মেরুকরণ থেকে সন্ত্রাস সব কিছু নিয়েই সরব হন তিনি৷ বিজেপিকে তোপ দেগে বলেন, ‘‘কেউ কেউ বলছে এনকাউন্টার করব৷ আসুন ক্ষমতা দেখান৷ ওরা তো সংখ্যালঘুদের পছন্দই করে না। এখন হিন্দুদের মধ্যেও ভাগাভাগি করছে।”
বর্ধিত কোর কমিটির বৈঠকে পেট্রপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে জোরাল আন্দোলন করার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন তিনি জেলায় জেলায় ২১শে জুলাইকে সামনে রেখে কর্মসূচি গ্রহণ করতে বলেন।