জুন ১, ২০১৮
মধুর স্নেহ - দেশের প্রথম সরকারি মানব দুগ্ধ ব্যাঙ্ক

কথায় বলে বাংলা আজ যা ভাবে, ভারতবর্ষ তা কাল ভাবে। মানুষের উন্নয়নের কেত্রেও বাংলা আজ পথিকৃৎ। সদ্যজাত শিশু থেকে প্রবীণ নাগরিক – জনসাধারণের কল্যাণের পথ দেখাচ্ছে বাংলা।
এই সূত্রেই, ২০১৩ সালের আগস্ট মাসে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব ভারতের প্রথম এবং দেশের সবচেয়ে আধুনিক ‘মানব দুগ্ধ ব্যাঙ্ক’ উদ্বোধন করেন এসএসকেএম হাসপাতালে।
এখানে পাস্তুরাইজেশন, অত্যন্ত আধুনিক দুগ্ধ সংগ্রহ, নির্বাচন, প্রক্রিয়াকরণ, পরীক্ষা ও ভান্ডা্রিকরনের সুবিধা আছে। প্রকল্পটির নাম ‘মধুর স্নেহ’।
নির্দিষ্ট সময়ের আগে জন্মানো শিশুরা, কিংবা যাদের জন্মের সময় ওজন খুব কম, অথবা যাদের মায়েরা প্রত্যক্ষভাবে দুগ্ধ পান করাতে পারে না, তারা ‘মধুর স্নেহের’ সঞ্চীকৃত দুধের গ্রহীতা হতে পারে।
আজ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেন, “আজ বিশ্ব দুগ্ধ দিবস। শিশুদের পুষ্টির জন্য দুধ অপরিহার্য। ২০১৩ সালে আমরা কলকাতায় এসএসকেএম হাসপাতালে প্রথম সরকারি মানব দুগ্ধ ব্যাঙ্ক ‘মধুর স্নেহ’ স্থাপন করেছি।”