জুন ২০, ২০১৮
ছোট ব্যবসার পুঁজি জোগাড়ে বড় লাফ রাজ্যের

নতুন প্রজন্মকে ব্যবসামুখী করতে অনেকটাই সাফল্য পেল পশ্চিমবঙ্গ। কেন্দ্রীয় সরকারের তথ্য বলছে, ক্ষুদ্র ব্যবসায় তাক লাগিয়ে দিয়েছে এ রাজ্য। ক্ষুদ্র ব্যবসার জন্য লোন নেওয়ার নিরিখে পশ্চিমবঙ্গের সাফল্য চোখে পড়ার মতো।
২০১৬-১৭ আর্থিক বছরে এ রাজ্যে মাঝারি মাপের ব্যবসায় ঋণ নিয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার ৪৫৭ জন, পরের বছর এই সংখ্যা বেড়ে হয় ৪ লক্ষ ৩৬ হাজার ২০৮ জন। ২০১৬-১৭ সালে যেখানে প্রায় ২ হাজার ৬৫৯ কোটি টাকা ঋণ অনুমোদন করা হয়েছিল, পরের বছর তা বেড়ে হয় ৫ হাজার ৮৫১ কোটি টাকা। এক বছরে এত বৃদ্ধি আর কোথাও হয়নি।
ক্ষুদ্র ব্যবসার জন্য বিভিন্ন ব্যাঙ্ক থেকে যে ঋণ দেওয়া হয়, তা তিন ভাগে বিভক্ত। ৫০হাজার টাকার কম অঙ্কের ঋণ নিলে, তার পোশাকি নাম ‘শিশু’। ৫ লাখ টাকা পর্যন্ত ঋণ নিলে, তার নাম ‘কিশোর’। ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণের বহর হলে, তাকে বলা হয়, ‘তরুণ’।
এই শিশু শ্রেণীতে গত কয়েক বছর ধরেই দেশে দ্বিতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গ। কিশোর বিভাগে ২০১৫-১৬ সালে ঋণের অনুমোদন পায় ১ লক্ষ ১৮ হাজার ৯২৭ জনের। ঋণের অঙ্ক ছিল ২ হাজার ৩৭৭ কোটি টাকা। এক বছর পড়ে ঋণ প্রাপকের সংখ্যা বাড়ে ১০৫ শতাংশ। ২০১৭-১৮ তে এই সংখ্যা পৌঁছয় ৩৪৮ শতাংশে।
বিশেষজ্ঞদের কথায়, পাঁচ লাখ টাকার কম ঋণ নিলে, তা দিয়ে ছোট ব্যবসা হতে পারে। এই উদ্যোগে যে সরকার বেকারদের সামিল করতে পেরেছে, এই সাফল্য হেলাফেলার না। কারন, রোজগারের জন্য স্বাধীন ব্যবসার বীজ এখন বোনা হলে, তার সাফল্য অচিরেই পাবে এ রাজ্য।
Source:- বর্তমান