জুন ১, ২০১৮
শহরে পথের শাসন মানতে পরামর্শ দেবে সুপারহিরো ‘ডেডপুল’

ট্রাফিক আইন মানার পরামর্শ দিচ্ছে ‘সুপারহিরো’। কখনও সে বলছে গাড়ি চালানোর সময় পরতেই হবে সিটবেল্ট। আবার কখনও তাঁর দাবি, বাইক চালানোর সময় অবশ্যই পরতে হবে হেলমেট।
মুখোশ পরা সুপারহিরো ‘ডেডপুল’ অসম শক্তিধর। কখনও কমিক সিরিজ আবার কখনও সিনেমায় ‘ডেডপুল’-এর কীর্তি দেখে মজেছে যুবসমাজ। লালবাজারের ধারণা, ট্রাফিক পুলিশের নির্দেশ তরুণরা শুনুন না শুনুন, সুপারহিরোর আবেদন তাঁরা ফেলতে পারবেন না। সুপারহিরো কিছু বললে তাঁরা শুনবেনই। তাই সুপারহিরো ‘ডেডপুল’-এর পরামর্শ বা আবেদনের জন্য পুলিশ বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়াকে। ফেসবুকের মাধ্যমে ‘সুপারহিরো’ ছড়িয়ে দিচ্ছে ট্রাফিক আইন মানার বার্তা।
সম্প্রতি একটি পোস্টে দেখা গিয়েছে যে, সুপারহিরো ‘ডেডপুল’ বাইকের উপর বসে রয়েছে। মুখোশধারী ‘ডেডপুলে’-এর মাথায় রয়েছে হেলমেট। তরুণ প্রজন্মকে বলা হচ্ছে, তোমাদের হিরো যদি হেলমেট পরে বাইক চালাতে পারে, তবে তোমরা কেন পারবে না? কলকাতা পুলিশের পোস্ট করা অন্য ছবিতে দেখা যাচ্ছে, গাড়ির পিছনের সিট থেকে যুবক চালককে ‘ডেডপুল’ সিটবেল্ট পরে গাড়ি চালানোর পরামর্শ দিচ্ছে।
কয়েকদিন আগেই ট্রাফিক পুলিশ ফেসবুকের মাধ্যমে একটি খেলনা গাড়ি দিয়ে কার্টুন তৈরি করেছিল। মদ্যপান করে গাড়ি চালালে যে চালক দুর্ঘটনার সামনে পড়তে পারেন, এই কার্টুনের মাধ্যমেই তা বোঝানো হয়েছিল। ওই কার্টুন প্রশংসা পেয়েছিল। তার পরই ট্রাফিক পুলিশ সুপারহিরোকে দিয়ে প্রচার করার সিদ্ধান্ত নেয়।
ইতিমধ্যে কলকাতা ট্রাফিক পুলিশের সুপারহিরোর পোস্টগুলি যথেষ্ট সাড়াও ফেলেছে। অনেকে পোস্টগুলি লাইক ও শেয়ার করেছেন। কমিক সিরিজের হিরো ‘ডেডপুল’ পরবর্তীকালে উঠে এসেছে সেলুলয়েডের পর্দায়। এবার ‘ডেডপুল’ তরুণ প্রজন্মের মধ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বাড়াবে বলে আশা পুলিশের।