সাম্প্রতিক খবর

জুন ২০, ২০১৮

কলকাতা পুলিশের সব ডিভিশনেই এবার সাইবার অপরাধ সেল

কলকাতা পুলিশের সব ডিভিশনেই এবার সাইবার অপরাধ সেল

গত কয়েক বছরে ইন্টারনেট সাধারণ মানুষের হাতের মুঠোয় চলে এসেছে। মুঠোফোন ও সাশ্রয়ী মূল্যের ডাটাপ্ল্যান এর ফলে এখন সবাই ইন্টারনেটের দুনিয়ায় সমানভাবে ‘একটিভ’। এর যেমন একটি ভাল দিক আছে, তেমনই বাড়ছে সাইবার অপরাধের প্রবণতাও।

সেই কারণেই কলকাতা পুলিশ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ৯টি ডিভিশনেই এবার সাইবার অপরাধ সেল গঠন করা হবে। কলকাতা পুলিশের কর্তাদের বক্তব্য সাইবার অপরাধের অভিযোগ, বিশেষ করে মহিলাদের তরফে, নিরন্তর বেড়েই চলেছে সময়ের সাথে।

কলকাতা পুলিশের সিদ্ধান্ত প্রথম দুটি সাইবার সেল গঠন করা হবে পোর্ট এবং দক্ষিণ শহরতলি ডিভিশনে। এই মুহূর্তে সারা শহরের জন্য একটিই সাইবার সেল রয়েছে – লালবাজারে।

এই সেলগুলির দায়িত্ব হবে অনলাইন ট্রোলিং এর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া। তাছাড়াও সাইবার অপরাধের তদন্তে ফরেনসিক ব্যাক আপের যোগান দেওয়া। ইমেল, সোশ্যাল মিডিয়াতে ভুয়ো একাউন্ট, অনলাইন মাধ্যমে ছদ্মবেশীতা এবং আরও বিভিন্ন অভিযোগ আসে লালবাজারে। বেশিরভাগই মহিলাদের তরফে।

সারা বছরে আনুমানিক ২০০টি কেস লালবাজারের সাইবার অপরাধ সেলে আসে ৭৯টি থানা থেকে। এছাড়াও, ইমেল, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাওয়া অভিযোগ তো আছেই। এবছরই প্রায় ১৭০০টি অভিযোগ এসেছে লালবাজারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।

গত বছর ৮৬টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে সাইবার অপরাধের নিরসনের উদ্দেশ্যে। এছাড়াও, বিভিন্ন থানার কিছু অফিসারদের এই রকম অপরাধ তদন্ত করার প্রশিক্ষণও দেওয়া হয়েছে।