নভেম্বর ৮, ২০১৯
‘তলানিতে অর্থনীতি’, নোটবন্দির তৃতীয় বর্ষপূর্তিতে টুইট মুখ্যমন্ত্রীর

নোটবন্দির সিদ্ধান্তের তৃতীয় বর্ষপূর্তিতেও ফের কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম থেকেই নোটবন্দি নিয়ে সুর চড়িয়েছিলেন তিনি। এই হটকারী সিদ্ধান্তে দেশের অর্থনীতির কতটা ক্ষতি হয়েছে একগুচ্ছ টুইটের মাধ্যমে সেকথাই তুলে ধরেছেন তিনি।
২০১৬ সালের ৮ নভেম্বর আচমকাই ৫০০ ও ১০০০ টাকা বাতিল হয়ে যাওয়ায় প্রায় থমকে গিয়েছিল সাধারণ মানুষের দৈনন্দিন জীবন৷ নোটবন্দির পর থেকে তিন বছর কেটে গেলেও দেশবাসীর পক্ষে স্বাভাবিক এই এক বছর সময়ের মধ্যে দেশবাসীর জীবন স্বাভাবিক ছন্দে ফেরা আর সম্ভব হয়নি। এখনও বাতিল নোট নিয়ে ভোগান্তি শিকার রিজার্ভ ব্যাংকও।এই সমস্যাগুলিকেই হাতিয়ার করে কেন্দ্রের বিরুদ্ধে আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
টুইটে তিনি লেখেন, “২০১৬ সালে আজকের দিনে নোটবন্দি চালু করা হয়। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আমি বলেছিলাম দেশের অর্থনীতি ও সাধারণ মানুষের জীবন এর ফলে বিঘ্নিত হবে। এখন বিশ্বের তাবড় অর্থনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ ও বিশেষজ্ঞ সবাই একই কথা বলছেন। সেই দিন অর্থনীতির বিপর্যয় শুরু হয়েছিল আর আজ দেখুন কি পর্যায়ে পৌঁছে গেছে। ব্যাংক সংকটে, অর্থনীতি মন্দায়। সকলে ভুক্তভোগী। কৃষক থেকে মজদুর, ছাত্র থেকে যুব, ব্যবসায়ী থেকে গৃহবধূ সকলেই।”