জুন ১৪, ২০১৮
শববাহী যানের পরিষেবা পুরসভার

এবার শহরের নাগরিকদের জন্য শববাহী যান পরিষেবা শুরু করতে চলেছে কলকাতা পুরসভা। এতদিন কলকাতা পুরসভার অ্যাম্বুল্যান্স পরিষেবা থাকলেও, শববাহী যানের কোনও পরিষেবা ছিল না।
বেসরকারি সংস্থা এবং পাড়ার ক্লাবের উদ্যোগে এই পরিষেবা পাওয়া গেলেও ন্যুনতম ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়া গুনতে হত। তাই কলকাতা পুরসভার নতুন এই উদ্যোগে লাভবান হতে চলেছেন শহরের নাগরিকরা।
পুরসভার নতুন শববাহী গাড়ির ভাড়া হবে দুঘণ্টায় ১৫০টাকা। তারপর থেকে প্রতি ঘণ্টায় ৫০ টাকা করে দিতে হবে।
অ্যাম্বুল্যান্স পরিষেবা পেতে যেমন নির্দিষ্ট নম্বরে ফোন করতে হয়, শববাহী গাড়ি বুকিঙের ক্ষেত্রেও তাই করতে হবে।
প্রাথমিক ভাবে তিনটি শববাহী গাড়ি দিয়ে পুরসভা এই পরিষেবা চালু করেছে। পড়ে গাড়ির সংখ্যা বাড়ানো হবে। ১৯শে জুন থেকে এই পরিষেবা চালু হবে।