সাম্প্রতিক খবর

জুন ২৬, ২০১৮

বাতিস্তম্ভে তারের জটরোধে পাইলট প্রজেক্ট

বাতিস্তম্ভে তারের জটরোধে পাইলট প্রজেক্ট

শহরের বিভিন্ন এলাকায় পুরসভার যে সমস্ত বাতিস্তম্ভ রয়েছে, তাতে কেবল টিভি, ফোনের তার এমন ভাবে জড়িয়ে থাকে যার ভারে অনেক সময় বাতিস্তম্ভ ভেঙে পড়ছে। বিভিন্ন এলাকায় এই নিয়ে বাসিন্দাদের যেমন সমস্যা হচ্ছে, আবার পুরকর্মীরা ভাঙা পোল সারাতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই এবার পুরসভা এই সমস্ত তার মাটির তোলা দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছে।

পুরসভাও এই বিষয়ে ভাবনা-চিন্তা করেছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

শহরের রাস্তাগুলোকে এই তার থেকে মুক্ত করার জন্য পার্ক স্ট্রিটে একটি পাইলট প্রজেক্টের পরিকল্পনাও করা হয়েছে। অবাঞ্ছিত তার চিহ্নিত করার কাজে অনেক সময় সমস্যা হয়। এই সব সমস্যা দূর করেই পুরসভা এই বিষয় নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে এগোচ্ছে।

ছবির উৎস