জুন ২৭, ২০১৮
বৃক্ষরোপণের জন্য নতুন নীতি কলকাতা পুরসভার

বৃক্ষরোপণের জন্য নতুন নীতি গ্রহণ করল কলকাতা পুরসভা। এই নতুন নীতি অনুসারে শহরের রাস্তায় সেইসব গাছ পোঁতা হবে যেগুলি সহজে ঝড়বৃষ্টিতে উপড়ে যাবে না। এর মধ্যে যেমন থাকছে ফল বা ফুলের গাছ, তেমনই থাকছে কাঠের গাছও।
এইরকম গাছ ইতিমধ্যেই শহরের অনেক জায়গায় লাগানো হয়েছে। এই নতুন নীতিতে এইরকম আরও গাছ রোপণ করা হবে শহরজুড়ে।
এই নতুন নীতি অনুসারে পুরসভার উদ্যান বিভাগ পুঁতবে অর্জুন, ছাতিম, বকুল, জরুল, মেহগনি গাছ। এই গাছগুলি অপেক্ষাকৃত কম জায়গা নেয়।এছাড়া দূষণ রুখতে বিভিন্ন ফলের গাছও – যেমন, আম, জাম, পেয়ারা, লিচু ও জামরুল – বসানো হবে।
নতুন নীতি অনুযায়ী কলকাতার সবুজায়নের লক্ষ্যে, এবং পরিবেশ রক্ষা করতে, নাগরিকদের বিনামূল্যে গাছের চারা দেবে পুরসভা। এই চারাগুলি দেওয়া হবে পুরসভা পরিচালিত নার্সারিগুলো থেকে। যাদের বাড়িতে কিংবা বাড়ির আশপাশে গাছ পোঁতার যথেষ্ট জায়গা আছে, তারা বিনামূল্যে চারা সংগ্রহ করতে বোরো অফিসে যোগাযোগ করতে পারেন।