জুন ১, ২০১৮
বাংলার হেনরিজ আইল্যান্ডকে সেরার স্বীকৃতি দিল মার্কিন সংস্থা

রাজ্য সরকার যে সকল পর্যটন স্থানগুলিকে পরিকাঠামো দিয়ে সাজিয়ে তুলেছে তার মধ্যে অন্যতম হল হেনরিজ আইল্যান্ড। বিশ্বের অন্যতম সেরা পর্যটন ওয়েবসাইট সংস্থা ‘ট্রিপল অ্যাডভাইসার ভারতের অন্যতম পর্যটন স্থল হিসেবে স্বীকৃতি দিলো বাংলার হেনরিজ আইল্যান্ডকে।
গ্লোবাল পর্যটকদের অভিজ্ঞতার ভিত্তিতেই বাংলার হেনরিজ আইল্যান্ডকে ‘সার্টিফিকেট অফ এক্সেলেন্স’র পুরস্কার দিয়েছে তারা।
ম্যানগ্রোভ, সুন্দরী, মত্স্য উন্নয়ন নিগমের ২টি পর্যটন আবাসকেই ‘ফাইভ ষ্টার’ রেটিং দিয়েছে তারা। ম্যানগ্রোভে রয়েছে ২৭টি সুবিশাল ঘর আর সুন্দরীতে রয়েছে ১৯টি ঘর।
রাজ্যের তরফে আরও ২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে মত্স্য দপ্তরকে। গড়ে উঠছে আরও এক উন্নতমানের পর্যটন অবস্। নতুন এই আবাসে থাকছে ৬টি অত্যাধুনিক ঘর. তৈরী করা হচ্ছে একটি চিলড্রেন্স পার্ক ও পাখিরালয়।
হেনরিজ আইল্যান্ডকে সাজিয়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। আবাসস্থলগুলিতে ভালো খাওয়াদাওয়ার আয়োজনের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদেরও নিয়োগ করা হয়েছে।
Source: 365 din