সাম্প্রতিক খবর

জুন ৪, ২০১৮

পুজোর আগেই রাজ্যে আসছে নতুন পর্যটন নীতি

পুজোর আগেই রাজ্যে আসছে নতুন পর্যটন নীতি

চলতি বছরে শারদোত্সবের আগেই নতুন পর্যটন নীতি আনতে চলেছে রাজ্য সরকার। নতুন নীতির ক্ষেত্রে দুটি বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিভিন্ন পর্যটনস্থলে হোম স্টের সুযোগ সুবিধাকে একটি নির্দিষ্ট নিয়মকানুন ও গুণমানের আওতায় আনার বিষয়টি যেমন বেশি গুরুত্ব পাচ্ছে, তেমনই পর্যটন কেন্দ্রের স্থানীয় বাসিন্দাদের উপার্জন বৃদ্ধি ও কর্মসংস্থানের দিকটিও গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে। পাশাপাশি, স্থানীয় সংস্কৃতি, বিনোদন, খাদ্য, হস্তশিল্প সহ সব কিছুরই সুষ্ঠু ও সংগঠিত বিপণনে জোর দেওয়া হচ্ছে। দপ্তরের পদস্থ আধিকারিকরা নতুন নিয়মের খসড়া তৈরী করছেন।

আগে রাজ্য সরকারের হোম স্টে নীতি ছিল বিশেষত উত্তরবঙ্গের কালিম্পঙ, কার্শিয়াং, ডুয়ার্সের কিছু কিছু জায়গায়। নতুন নিয়ম কার্যকর হলে হোম স্টের সুবিধা মিলবে দীঘা, মন্দারমণি থেকে শুরু করে পুরুলিয়া, মুকুটমণিপুরের মতো পর্যটনকেন্দ্রগুলিতেও। কমপক্ষে কতগুলি ঘর থাকবে, রান্নার জায়গা কতটা তার মাপকাঠি ঠিক করে দেবে রাজ্য সরকার।

পর্যটকদের জন্য এভাবে হোম স্টে গড়ে তুলতে প্রয়োজনে বাড়ির মালিকরা কিভাবে সহজ শর্তে ব্যাংক থেকে ঋণ পেতে পারেন, সেই দিকটিও দেখবে সরকার। কোন হোম স্টে তে থাকার খরচ কেমন ইত্যাদি তথ্য আপলোড করা থাকবে দপ্তরের নিজস্ব ওয়েবসাইটে। পর্যটকরা যাতে নিজেরাই খুব সহজে যোগাযোগ ও রেজিস্ট্রেশন করতে পারে সেই ব্যবস্থাও থাকছে।

হোম স্টে ছাড়াও অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্পোর্টস ইত্যাদিও প্রমোট করা হবে। এই পুজোয় বাঙালি এক অন্য পর্যটনের স্বাদ পাবেন।

Source: Bartaman