সাম্প্রতিক খবর

জুন ২৭, ২০১৮

মিলন মেলায় তৈরী হবে আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গণ

মিলন মেলায় তৈরী হবে আন্তর্জাতিক মানের মেলা প্রাঙ্গণ

গত বছর মিলন মেলা প্রাঙ্গনে একটি স্থায়ী মেলা প্রাঙ্গণ তৈরী করার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। ইতিমধ্যেই নির্মাণকারী সংস্থাকে চিহ্নিত করা হয়েছে। তৈরী হতে চলেছে আন্তর্জাতিক মানের একটি মেলা প্রাঙ্গণ। নতুন রূপে মিলন মেলা প্রাঙ্গণ আত্মপ্রকাশ করতে চলেছে আগামী দুবছরের মধ্যে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় গত সাত বছরে আন্তর্জাতিক স্তরের বাণিজ্য মেলা, সম্মেলন ও প্রতিযোগিতার আদর্শ গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করেছে কলকাতা। তৈরী হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার। এবার মিলন মেলার খোলনলচে পাল্টে আরও এক ধাপ এগিয়ে যাবে এই শহর।

এই নতুন মেলা প্রাঙ্গণে থাকবে মোট ২ লক্ষ বর্গ ফুটের দুটি বিশাল প্রদর্শনী হল। এই দুটি হলের মাঝে থাকবে একটি প্রেক্ষাগৃহ, এবং আন্তর্জাতিক খাবারের হাব। প্রদর্শনী হলের দেওয়ালগুলিতে থাকবে ‘এক্সো-স্কিন মেমব্রেন’ যেখানে নানা অডিও-ভিস্যুয়াল বিষয়বস্তু, সিনেমা, থ্রিডি বিষয়বস্তুও দেখানো যাবে। ভারতে এই রকম দেওয়াল তৈরী হবে এই প্রথম।

এই প্রদর্শনী হলগুলি একসাথে ২.৫ লক্ষ মানুষ ধারণ করতে পারবে। এমনভাবে এই হলগুলিকে তৈরী ক এবং র হবে যাতে কোনও সময়ে গুমোট পরিবেশ তৈরী না হয় এবং আগত মানুষ সারা হলজুড়ে সমানভাবে ছড়িয়ে থাকেন। মেলা প্রাঙ্গণে মিলবে মাল্টি লেভেল পার্কিং-এর সুবিধাও।

এই মেলা প্রাঙ্গণের মাঝে থাকবে বিশ্ব বাংলা টাওয়ার বা গুম্বুজাকৃতির একটি স্তম্ভ যেখানে আলোকিত একটি ঘড়ি থাকবে। বাংলার বাণিজ্যিক ইতিহাসের বিভিন্ন তথ্য সম্বলিত একটি সংগ্রহশালাও থাকবে এখানে।

ছবির উৎস