জুন ২৮, ২০১৮
রাজ্যে ইলেক্ট্রনিক্স উৎপাদন বাড়াতে উদ্যোগী রাজ্য

রাজ্যের ইলেক্ট্রনিক্স উৎপাদন বাড়বে উল্লেখযোগ্য ভাবে। বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এক নলেজ-শেয়ারিং কর্মশালায় এ কথা বলেন রাজ্যের তথ্য প্রযুক্তি এবং ইলেক্ট্রনিক্স মন্ত্রী। তিনি বলেন, সারা বিশ্বে স্বয়ংক্রিয় যান, রোবোটিক্স, ইন্টারনেট অফ থিংস-এর উদ্ভাবনের ফলে এই ক্ষেত্রে প্রবল সম্ভাবনা আছে। রাজ্য সরকার এই ক্ষেত্রে উন্নয়নে জোর দিচ্ছেন।
ইলেক্ট্রনিক্স ক্ষেত্রে দেশের প্রথম সারিতে উঠে আসতে বদ্ধপরিকর রাজ্য সরকার। আগামী এক বছরের মধ্যে কল্যাণী ও ফলতায় দুটি ইলেক্ট্রনিক্স তৈরীর হাব তৈরী করা হবে। সোনারপুরে ইতিমধ্যেই ১০৭ একর জমিতে তৈরী হয়েছে হার্ডওয়্যার পার্ক। এখানে আছে প্লাগ অ্যান্ড প্লে পরিকাঠামো এবং অবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ। এছাড়া ২৪ ঘণ্টার বিশুদ্ধ পানীয় জল, বিশ্বমানের নিকাশি ব্যবস্থা এবং জলের পরিষেবাও দেওয়া হয়।
রাজ্যে ইতিমধ্যেই ১২টি তথ্যপ্রযুক্তি পার্ক আছে এবং প্রতিটি পার্কের চতুর্থতলটি রাখা হয়েছে ইলেক্ট্রনিক্সের জন্য।