সাম্প্রতিক খবর

নভেম্বর ১০, ২০১৯

সোমবার বুলবুল বিধ্বস্ত বকখালি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

সোমবার বুলবুল বিধ্বস্ত বকখালি পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

শনিবার রাজ্যের বুকে আছড়ে পড়েছিল ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। দুর্যোগের মোকাবিলা ঠিকভাবে হচ্ছে কিনা তা নজরে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। শনিবার রাতভর কন্ট্রোলরুমে বসে তদারকি করেন সব কিছুর।

এতেই শেষ নয়। উত্তরবঙ্গ সফর বাতিল করে সোমবার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। টুইট করে নিজেই একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার নামখানা, বকখালি এলাকা বুলবুল ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত। সোমবার, পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানেই যাবেন মুখ্যমন্ত্রী। উপদ্রুত এলাকার ত্রাণ ও পুনর্বাসন নিয়ে কাকদ্বীপের প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আগামী ১৩ই নভেম্বর উত্তর ২৪ পরগনার বসিরহাটে যাবেন মুখ্যমন্ত্রী। টুইটে জানিয়েছেন তিনি।