জুন ১২, ২০১৮
বঞ্চনার স্বীকার পশ্চিমবঙ্গ, কেন্দ্রের কাছে ১০ হাজার কোটি দাবি মুখ্যমন্ত্রীর

আবারও বঞ্চনার স্বীকার পশ্চিমবঙ্গ। কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সবসময়ই সরব মমতা বন্দ্যোপাধ্যায়। এখন তাঁর অভিযোগ, বিভিন্ন প্রকল্প বাবদ রাজ্যের প্রাপ্য ৯৯৫৮ কোটি ৫০ লক্ষ টাকা কেন্দ্র আটকে রেখেছে। প্রধানমন্ত্রী কে পরপর তিনটি চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রাপ্য টাকা অবিলম্বে দেওয়া হোক পশ্চিমবঙ্গকে।
কিছু দিন আগে রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র দিল্লী গেছিলেন। তিনি তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে দ্রুত ওই টাকা দেওয়ার আর্জি জানান। অমিত মিত্র বলেন, ‘‘এমনিতেই কেন্দ্রের সার্বিক আর্থিক বঞ্চনার নীতি রয়েছে। রাজস্ব সংগ্রহের কাঠামো পরিবর্তনের দাবীও তুলেছি। কিন্তু এখন যে ৯ হাজার ৯৫৮ কোটির দাবি তোলা হচ্ছে, সেটি হল প্রকল্পভিত্তিক প্রাপ্য টাকা।’’
এই না-পাওয়ার তালিকাটি ১৬টি ভাগে ভাগ করা হয়েছে। যেমন, রাজ্যের কাজ (পারফরম্যান্স)-এর ভিত্তিতে চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ ৬০৯ কোটি ৬২ লক্ষ টাকা। সর্বশিক্ষা অভিযানের ৩ হাজার ৮৩০ কোটি ৩৮ লক্ষ টাকা। মিড ডে মিলের ৭৯০ কোটি ৭৯ লক্ষ টাকা।
একই ভাবে জাতীয় শহর জীবিকা মিশন থেকে খাদ্যের ভর্তুকি, স্বচ্ছ ভারত, শিশু সুরক্ষা বা অনগ্রসর এলাকা উন্নয়ন— টাকা দেওয়া হয়নি অধিকাংশ খাতেই।
রাজ্যের স্বার্থে তাই আবারও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।