জুন ১৪, ২০১৮
বিশ্বকাপের জন্য নতুন সাজে সেজেছে ক্যাফে একান্তে

বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একগুচ্ছ আয়োজন করেছে ক্যাফে একান্তে। নিউটাউনের প্রকৃতি তীর্থে, যা ইকো পার্ক নামেই বেশি প্রচলিত, দ্বীপে অবস্থিত এই ক্যাফে খুবই জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই।
এই বিশেষ আয়োজনের উদ্বোধন করবেন প্রাক্তন জাতীয় দলের সদস্য ও নামী ফুটবলার সুব্রত ভট্টাচার্য। মুখ্যমন্ত্রীর নাম দেওয়া এই ক্যাফে সাজানো হয়েছে প্রতিযোগী দেশগুলির পতাকা, জার্সি ও আলো দিয়ে। এখানে একটি ছোট গোলপোস্টও তৈরী করা হয়েছে। আগত অনুগ্রাহী যদি এখানে ২টো গোল করতে পারবেন, তাকে বিলে ছাড় দেওয়া হবে।
এর পাশাপাশি প্রতিযোগী দেশগুলির সেরা খাবারের ভাণ্ডারও রাখা হয়েছে এখানে, যা খাদ্য রসিকদের জিভে জল এনে দেবে। উদাহরণ স্বরূপ, যেদিন ইংল্যান্ড খেলবে, সেখানে পাওয়া যাবে ফিশ অ্যান্ড চিপস। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ও জার্মানির স্পেশ্যাল মেনুও পাওয়া যাবে এখানে।
অতিথিদের কুপনও দেওয়া হবে, যেখানে তারা সম্ভাব্য বিশ্বকাপ জয়ী দলের নাম লিখে জমা দিতে পারবেন। যদি তাঁদের অনুমান মিলে যায়, ফাইনালের পর আগামী এক মাস তারা এখানে এলে তাঁদের বিলে ২০ শতাংশ ছাড় পাবেন।
ফাইনাল ও সেমি ফাইনালে এখানে জায়েন্ট স্ক্রিন লাগানো হবে।
অন্য একটি জায়েন্ট স্ক্রিন লাগানো হবে নিউ টাউন বিজনেস ক্লাবে সেমি ফাইনাল ও ফাইনালের দিন গুলিতে যাতে এখানকার সদস্যরা ফুটবল উপভোগ করতে পারেন। বিজনেস ক্লাবকেও জার্সি, আলো, ফুটবল তারকাদের ফটো দিয়ে সাজানো হবে।
আশা করা যায় খাদ্যরসিক এবং ফুটবলপ্রেমীরা বিশ্বকাপের দিনগুলিতে বিদেশী মেনুর আস্বাদ পেতে এখানে চলে আসবেন।