সাম্প্রতিক খবর

জুন ১৪, ২০১৮

রক্তদান - রাজ্য সরকারের প্রচেষ্টায় বাড়ছে পরিকাঠামো

রক্তদান - রাজ্য সরকারের প্রচেষ্টায় বাড়ছে পরিকাঠামো

তৃণমূল কংগ্রেস পরিচালিত মা, মাটি, মানুষের সরকার ক্ষমতায় আসার পর থেকেই জোর দেয় রাজ্যে রক্তদানের পরিকাঠামো জোরদার করার ওপর।

কলকাতা সহ রাজ্যের সকল জেলায় সারা বছর ধরেই বিভিন্ন শাখা সংগঠনের মাধ্যমে রক্তদান শিবিরের আয়োজন করে থাকে তৃণমূল। এর পাশাপাশি রাজ্য সরকার বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা এমনকি কর্পোরেট সংস্থাকেও বিভিন্ন সময়ে রক্তদান শিবিরের আয়োজন করার জন্য আহ্বান জানিয়েছে।

প্রত্যেক বছরই গ্রীষ্মকালে রক্তের চাহিদা খুব বেড়ে যায়, সেই জন্য এই সময় রক্তদান শিবিরের আয়োজনও বেশী করা হয়।

গত বছর তৃণমূল কংগ্রেস সরকারের ষষ্ঠ বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৭শে মে, নবান্নে একটি রক্তদান শিবিরের আয়োজন হয়। পাশাপাশি সব জেলায়, পঞ্চায়েত স্তরে, এমনকি থানাগুলিতে, বিভিন্ন ক্লাবে রক্তদান শিবিরের আয়োজন হয়।

রাজ্য সরকার সমানে রক্তদানের পরিকাঠামো তৈরী করে চলছে। গত অক্টোবরে মুখ্যমন্ত্রী তিনটি ব্লাড ব্যাঙ্কের উদ্বোধন করেন। এর মধ্যে ২টি দক্ষিণবঙ্গে এবং ১টি উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের ২টি হল পূর্ব মেদিনীপুর জেলার পাশকুড়ায় এবং পশ্চিম মেদিনীপুরের গোপীবল্লভপুরে। উত্তরবঙ্গেরটি হল মালদা জেলার চাঁচলে। এই তিনটিই মুখ্যমন্ত্রীর উদ্যোগে তৈরী মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের ভিতরে অবস্থিত।

রাজ্যে এই মুহূর্তে সরকারি ব্লাড ব্যাঙ্কের সংখ্যা বেড়ে হয়েছে ৭০। পাশাপাশি বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে ৬১টি। রক্ত ছাড়াও রক্তের বিভিন্ন উপাদান – যেমন প্লাসমা, প্লেটলেট – এর চাহিদা মেটাতে সরকার আরও চারটি প্লেটলেট সেপারেশন কেন্দ্র খুলেছে। গত বছর নদীয়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, কোচবিহার জেলা এবং মুর্শিদাবাদ জেলায় খোলা হয়েছে এই কেন্দ্রগুলি। রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে রক্তের উপাদান পৃথকীকরণ কেন্দ্রের বেড়ে হয়েছে ১৭।

এখন বিভিন্ন ব্লাড ব্যাঙ্কে কত পরিমাণ রক্ত পাঠানো হয়েছে, সে সরকারি হোক বা বেসরকারি ব্লাড ব্যাঙ্ক, কোন ব্লাড গ্রুপের কত পরিমাণ রক্ত মজুত আছে, এই সব তথ্যই অনলাইনে পাওয়া যাচ্ছে। এই পরিষেবার নাম ই-রক্তকোষ যা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর সূচনা করেন।

কলকাতা পুরসভা চালিত প্রথম ব্লাড ব্যাঙ্ক তৈরী করেছে ২৪২, কালীঘাট রোডে। এই পদক্ষেপের উদ্দেশ্য শুধু শহরবাসীকে সাহায্য নয়, সারা রাজ্যের মানুষকে সাহায্য করা।