সাম্প্রতিক খবর

জুন ৬, ২০১৮

২০১৯ শে বিজেপিকে লাল কার্ড দেখাবে জনতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

২০১৯ শে বিজেপিকে লাল কার্ড দেখাবে জনতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রতি বছরের মতো এই বছরও ‘নিঃশব্দ বিপ্লব’ প্রকাশ করলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের সরিষা হাইস্কুল মাঠে জনসভায় এই বইটির উদ্বোধন করেন। ডায়মন্ড হারবারে সাংসদ তহবিলের টাকায় উন্নয়নের খতিয়ানই এই বইয়ের মাধ্যমে সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়।

মঞ্চ থেকে বিজেপিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া হুঁশিয়ারি দেন “উপনির্বাচনে দেশজুড়ে হলুদ কার্ড খেয়েছে।২০১৯ এ লাল কার্ড খাওয়া শুধু সময়ের অপেক্ষা। ২০১৯ এর নির্বাচনে ৪২ টি আসনের মধ্যে সব কটিই তৃণমূল পাবে।”

এদিন ডায়মন্ড হারবারের কর্মসূচীতে যোগ দিয়ে অভিষেক বলেন, “একটা করে খুন করছে আর বলছে তৃণমূল করেছে। ৫ জন ডাক্তার বললেন এই ঘটনা আত্মহত্যার। আর ওরা বলছে, তৃণমূল খুন করেছে। কিছু হলেই বলছে তৃণমূল কংগ্রেস দায়ী, মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। অথচ ওদের হাতেই সাম্প্রদায়িকতার রক্ত লেগে আছে.”

এদিন স্লোগান দিয়ে অভিষেক বলেন, আগে উত্তরপ্রদেশ সামলা, পরে ভাববি বাংলা।