সাম্প্রতিক খবর

জুন ১৯, ২০১৮

ঢেলে সাজছে রাজ্য পুলিশের সাইবার শাখা

ঢেলে সাজছে রাজ্য পুলিশের সাইবার শাখা

‘ভিশন ২০-২০’ বদলাতে চায় রাজ্য পুলিশ। বর্তমান ব্যবস্থায় দাঁড়িয়ে কয়েক বছরের পুরোনো এই দিশাকে বদলে আধুনিক পুলিশিং চালু করতে এ বার তাই তৎপর হয়েছে পুলিশ প্রশাসন। রাজ্যের পুলিশ প্রধান হিসেবে বর্তমান মহানির্দেশক দায়িত্ব নেওয়ার পর পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে এই দিশা বদলের পাশাপাশি রাজ্য পুলিশের সোশ্যাল নেটওয়ার্কিং ব্যবস্থা ঢেলে সাজা হবে।

কলকাতা পুলিশ এই সাইবার জগত ব্যবহার করে জনসংযোগে তাদের থেকে যে বেশ কয়েক যোজন এগিয়ে গিয়েছে তা কার্যত স্বীকারও করে নেওয়া হয়েছে ওই বৈঠকেই। বর্তমানে রাজ্য পুলিশের তরফে এই বিভাগটি দেখার দায়িত্ব রয়েছেন এডিজি (অপারেশন)। পুলিশ সূত্রের খবর, প্রাথমিক ভাবে ঠিক হয়েছে রাজ্য পুলিশের ওয়েবসাইটটির খোলনালচে বদলে ফেলা হবে।

পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে ঠিক হয়েছে কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশ তাদের নিজস্ব সোশ্যাল নেটওয়ার্কিং সাইট টুইটার এবং ফেসবুক ব্যবহারের পরিধি বাড়িয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের ফেসবুক পেজে ফলোয়ারের সংখ্যা প্রায় আড়াই লক্ষ ছাড়িয়েছে।

রাজ্য পুলিশের এক কর্তা জানান, কলকাতা পুলিশ এর মাধ্যমে নিজেদের সাফল্যর প্রচার ভালো ভাবেই করছে। ওয়েবসাইট ঘাঁটলেই হাজারো পুরোনো পরিসংখ্যানের পাশাপাশি দীর্ঘদিন আগে ধরা পড়া অপরাধীদেরও মোস্ট ওয়ান্টেডের তালিকায় রেখে দেওয়ার তথ্যই জানা যায় সেখানে। জানা গিয়েছে, নিজেদের সাফল্য ঠিক ভাবে প্রচার করার জন্য প্রতিটি জেলা পুলিশ ছাড়াও রেল পুলিশ এবং অন্যান্য শাখাগুলিকেও যুক্ত করা হচ্ছে এই ওয়েবসাইটে। প্রতিটি বিভাগকে এজন্য আলাদা করে নির্দেশ পাঠানো হয়েছে।