সাম্প্রতিক খবর

জুন ১২, ২০১৮

শিশু শ্রমিক নির্মূলের পরিসংখ্যানে এগিয়ে বাংলা

শিশু শ্রমিক নির্মূলের পরিসংখ্যানে এগিয়ে বাংলা

দেশ থেকে শিশু শ্রমিক নির্মূলের পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পশ্চিমবঙ্গ। গত তিন বছরে একমাত্র বাংলাতেই শিশু সংক্রান্ত অপরাধের হার লক্ষ্যণীয় ভাবে কম রয়েছে। ২৭ মার্চ লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী এই ইস্যুতে একটি রিপোর্টও পেশ করেছেন।

২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত শিশুশ্রম সংক্রান্ত অপরাধের রাজ্যওয়াড়ি তালিকা পেশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী এই তিন বছরের সময়সীমার মধ্যে শিশুশ্রম সংক্রান্ত অপরাধে পশ্চিমবঙ্গে মাত্র ৪২ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

২০১৪ থেকে ২০১৬ পর্যন্ত বাংলায় শিশুশ্রমিক উদ্ধারে অভিযান হয়েছে ১ হাজার ১৩১টি।