জুন ২৪, ২০১৮
৫২৫৯ জন নার্স নিয়োগ করবে রাজ্য সরকার

পাঁচ হাজারেরও বেশী নার্স নিয়োগ করছে রাজ্য সরকার। মন্ত্রীসভার বৈঠকের পর এক সাংবাদিক সম্মেলনে একথা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা উন্নতিকল্পে এবং নার্সদের খামতি মেটাতে আরও ৫২৫৯ জন নার্স নিয়োগ করছে রাজ্য।
তাছাড়া রাজ্যজুড়ে ছড়িয়ে থাকা ১০ হাজার ৩৫৭টি উপস্বাস্থ্য কেন্দ্রকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে রূপান্তরিত করা হচ্ছে। বর্তমানে সেখানে এএনএমরা আছেন। তাদের প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি নতুন নার্স নিয়োগ করা হবে।
তিনি বলেন, হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে দাঁত, চোখ, নাক-কান-গলার অসুখ, মশাবাহিত রোগের প্রতিষেধক সহ ১২ ধরনের পরিষেবা পাওয়া যাবে।